Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুসংবাদসহ চেপে রাখা সম্পর্ক প্রকাশ করলেন অর্জুন রামপাল


২৫ এপ্রিল ২০১৯ ১৩:১৯

প্রেমিকা গ্যাব্রিয়েলার সাথে অর্জুন রামপাল। ছবি- ইনস্টাগ্রাম

আর চেপে রাখা গেলো না। মেহের জেসিয়ার সঙ্গে দীর্ঘ ২০ বছরের দাম্পত্য শেষ হয়েছে তাও অনেকদিন। এরপর থেকেই অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলার নতুন প্রেমের গুজব চাউর হয় বলিউডে। সেসময় খবর ছড়িয়েছিল, দক্ষিণ আফ্রিকার মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন অর্জুন। কিন্তু খবর চাউর হলেও তা স্বীকার  করেননি অর্জুন।

অবশেষে প্রেমের কথা স্বীকার করেছেন অর্জুন তাও আবার একেবারে  সন্তানসম্ভবা প্রেমিকার ছবিসহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানসম্ভবা প্রেমিকা গ্যাব্রিয়েলার সঙ্গে একটি ছবি পোস্ট করে অর্জুন লিখেছেন, ‘তোমাকে পেয়ে, সব কিছু নতুন করে শুরু করতে পেরে আমি সৌভাগ্যবান। এই সন্তানের জন্য ধন্যবাদ।’

বিজ্ঞাপন

অর্জুন-গ্যাব্রিয়েলা প্রেম করছেন অনেকদিন ধরে। ২০১৭ সালে আইপিএল চলাকালীন সময়ে তাদের পরিচয়। এতদিন চেপে রাখা সম্পর্কের খবর অর্জুন প্রকাশ করলেন একেবারে সুসংবাদসহ।

সারাবাংলা/পিএম

অর্জুন রামপাল আইপিএল গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস দাম্পত্য নতুন সম্পর্ক প্রেম বলিউড মেহের জেসিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর