Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহু বছর পরে ফকির আলমগীরের নতুন গান


২১ এপ্রিল ২০১৯ ১৭:৪৯ | আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৭:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণসংগীতের জনপ্রিয় গায়ক ফকির আলমগীর। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে বরেণ্য এই গায়ক বিশ্ব শ্রমিক দিবসের জন্য নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘ভালোবাসা তুমি’।

‘ভালোবাসা তুমি ঘামে ভেজা নোনতা কবিতা/ভালোবাসা তুমি আপোষের কাছে বন্দী মানবতা/ ভালোবাসা তুমি ক্ষুধার্ত রাতে সখিনার চুম্বন/ ভালোবাসা তুমি রোজ রোজ মরে বাঁচার আন্দোলন’- এরকম শব্দের বন্ধনে গানটি লিখেছেন লিমন আহমেদ। সুর দিয়েছেন মুরাদ নূরেএবং সংগীতায়োজন করেছেন অভিজিৎ জিতু।

অনেকদিন পর নতুন গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘দীর্ঘদিন পর বিশেষ দিবসে মৌলিক গান গাইলাম। এই আয়োজনের পুরো কৃতিত্ব মুরাদ নূর ও লিমন আহমেদের। মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ভিন্নধর্মী এই গান তৈরিতে লিমন ও নূরের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে।’

বিজ্ঞাপন

বিশ্বের সকল শ্রমিকের প্রতি শ্রদ্ধার নিবেদনের জন্যই এ গান। মুরাদ নূর জানান মহান মে দিবসে (১ মে) ‘ভালোবাসা তুমি’ গানটির ভিডিও সিডি ভিশনের ইউটিউবসহ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পাবে।

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো