Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্ধারিত সময়ে হলো না অভিনয় শিল্পী সংঘের নির্বাচন


২১ এপ্রিল ২০১৯ ১৭:৪৫

অভিনয় শিল্পী সংঘের ফাইল ছবি।

টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচন পিছিয়েছে। পরিকল্পনা অনুযায়ী গত ১৯ এপ্রিল সংঘের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু পূর্ব নির্ধারিত তারিখে হলোনা সংঘের নির্বাচন।

নতুন কোনো তারিখের কথা জানাতে পারেননি অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু। তবে তিনি জানিয়ছেন আসছে ঈদুল ফিতরের পরে দ্বিবার্ষিক মেয়াদের নতুন কমিটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সাচ্চু সারাবাংলাকে বলেন, তারা যখন সংগঠনের দায়িত্ব নেন তখন অভিনয় শিল্পী সংঘ নিবন্ধিত সংগঠন ছিলনা। কিছুদিন আগে সংগঠনটি সরকারি নিবন্ধন পেয়েছে। নিবন্ধনের নিয়ম অনুযায়ী, নিবন্ধনের তারিখ থেকে দুই বছর পর নির্বাচন করতে হয়। সেই হিসাবে নির্বাচন করতে গেলে নতুন নির্বাচনের সময় আসে ২০২০ সালের শেষ। কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ ইতিমধ্যেই তাদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে আমরা দ্রুতই নির্বাচন দিতে চাই।

দ্রুত নির্বাচনের অভিপ্রায়ের কথা অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তরে জানানো হয়েছে। জানা গেছে, অধিদপ্তর অভিনয় শিল্পী সংঘের আবেদন মঞ্জুরও করেছে।

সারাবাংলা/পিএ/পিএম

অভিনয় শিল্পী সংঘ শহীদুল আলম সাচ্চু

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর