Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাচ্চুর তৃতীয় ছবির প্রথম ঝলক


২০ এপ্রিল ২০১৯ ১৫:৪২

গুনে গুনে আট বছর পর মুক্তি পাচ্ছে পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নতুন ছবি। ছবির নাম ‘আলফা’। চলতি এপ্রিল মাসের ২৬ তারিখ মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। পরিচালকের তৃতীয় ছবি এটি। এর আগে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ‘একাত্তরের যীশু’, ‘গেরিলা’ নির্মাণ করে সুনাম অর্জন করেন।

মুক্তি সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে ‘আলফা’ ছবির ট্রেইলার। পুরো ট্রেইলার জুড়ে অব্যক্ত বেদনার চিত্র ফুটে উঠেছে। তুলে ধরা হয়ে হয়েছে ঢাকা শহরের একজন রিকশা পেইন্টারের জীবন।

বিজ্ঞাপন

‘আলফা’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামানকেও দেখা যাবে ভিন্নধর্মী একটি চরিত্রে। এ ছাড়াও ‘আলফা’-তে অভিনয় করেছেন- হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা।

ইতোমধ্যে ‘আলফা’ আসন্ন সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য বাংলাদেশ থেকে সরকারিভাবে পাঠানো হয়েছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ। ছবির কাহিনী, চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

সারাবাংলা/আরএসও/

আলফা এশা ইউসুফ নাসির উদ্দিন ইউসুফ প্রথম ঝলক ফরিদুর রেজা সাগর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর