Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ঈদেই মুক্তি পাচ্ছে ‘বেপরোয়া’


১৭ এপ্রিল ২০১৯ ১৩:১৪ | আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ১৩:৪৯

আসছে ঈদুল ফিতরে আবারও মুক্তি পাচ্ছে ‘বেপরোয়া’। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন। যদিও ছবিটি এক বছর আগে গেলো ঈদুল ফিতরেও মুক্তি পেয়েছিল। সেসময় মাত্র একটি হলে মুক্তি দেয়া হয় ছবিটি।

আলিমুল্লাহ খোকন জানান, ‘ছবিটি গেলো বছর একটিমাত্র হলে মুক্তি পেয়েছিল। যে কারণে দেশের প্রায় অধিকাংশ দর্শকই ছবিটি দেখার সুযোগ পাননি। বেপরোয়া ভালো একটি ছবি। সেজন্য আসছে ঈদে ছবিটি বড় পরিসরে মুক্তি দিতে চাই আমরা।

বিজ্ঞাপন

বড় পরিসরে মুক্তি দেয়ার জন্য ভালো সময় খুঁজছিল জাজ মাল্টিমিডিয়া। চলচ্চিত্রের জন্য ঈদের চেয়ে ভালো সময় আর হয়না। ফলে আসছে ঈদুল ফিতরকেই নতুন মুক্তির জন্য বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

জাজ মাল্টিমিডিয়া সূত্র জানিয়েছে, এবার বেশ ভালোভাবেই প্রচারে নামবে তারা। কলকাতার পরিচালক রাজা চন্দ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা ববি।

এছাড়া ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিব খান প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘পাসওয়ার্ড’।

সারাবাংলা/পিএ/আরএসও/পিএম

ঈদের ছবি জাজ মাল্টিমিডিয়া বেপরোয়া

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর