Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরসাত ফারিয়া ও নোবেলের প্রশংসায় পঞ্চমুখ রুদ্রনীল ঘোষ


১৩ এপ্রিল ২০১৯ ১৩:১৫

টালিগঞ্জ চলচ্চিত্রে রুদ্রনীল ঘোষের ‍জুরি মেলা ভার। কমেডি কিংবা সিরিয়াস—সব চরিত্রে তিনি সমান তালে দর্শক মাতান। সিনেমায় তিনি নায়ক থাকেন না, তবে কখনো কখনো নায়ককে ছাড়িয়ে যান। আর তাই শুধু পশ্চিমবঙ্গ নয়, কাঁটাতারের গা ঘেষে থাকা ভূখন্ড বাংলাদেশেও রয়েছে এই সব্যসাচী অভিনেতার দারুণ জনপ্রিয়তা।

রুদ্রনীল এখন ‘বিবাহ অভিযান’ নামের একটি ছবিতে অভিনয় করছেন। এই ছবিতে তিনি পর্দা ভাগাভাগি করছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়ার সঙ্গে। যদিও ছবিতে নুসরাত ফারিয়ার সাথে তার রসায়ন দেখা যাবে না। ওই দায়িত্বটা পড়েছে অঙ্কুশের ওপর। রুদ্রনীল সামলাবেন সোহিনী সরকারকে।

বিজ্ঞাপন

নুসরাতের সঙ্গে রুদ্রনীলের রসায়ন দেখা যাবে না ঠিকই, কিন্তু একসঙ্গে অভিনয় করে রীতিমতো তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন তিনি। রুদ্রনীল বলেন, ‘পরিচালকের চাওয়াটা নুসরাত খুব তাড়াতাড়ি ধরে নিতে পারেন। ছবিতে নুসরাত আর সোহিনীর কাজই বেশি। দুজনে খুব জমেছে। দুজনের দুরকমের চরিত্র।’

ছবিতে নিজের চরিত্র সম্পর্কে তিনি জানান, একজন বেসরকারি কর্মচারী। আগে ডিবেট কম্পিটিশনে চ্যাম্পিয়ন হতো। বিয়ের পর টিভি সিরিয়াল আর ঈশ্বর বিশ্বাসী বউ নিয়ে নাজেহাল।’

‘বিবাহ অভিযান’ ছবির শুটিংয়ে সোহিনী সরকারের সেলফিতে রুদ্রনীল, অঙ্কুশ ও নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক

এদিকে শুক্রবার মুক্তি পেয়েছে রুদ্রনীল ঘোষ অভিনীত ছবি ‘ভিঞ্চি দা’। এতে তিনি একজন মেকাপ আর্টিস্টের চরিত্রে অভিনয় করেছেন। মুক্তির পর থেকে ভালো প্রতিক্রিয়া পাচ্ছে ছবিটি। ছবিতে একটি গান গেয়েছেন বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী নোবেল।

বিজ্ঞাপন

কথায় কথায় নোবেলের ভূয়সী প্রসংসা করতে ভুললেন না তিনি। মিল খোঁজার চেষ্টা করলেন উপমহাদেশের বিখ্যাত গায়ক জেমসের সাথে। রুদ্রনীল বলেন, ‘কোথায় যেনো আমার প্রিয় জেমসের ঝাঁঝ আছে ওর গলায়। বুকের ভেতর থেকে গানটা গায়। বড্ড কাছে টানে নোবেল।’

পশ্চিমবঙ্গের অনেক অভিনয়শিল্পী গেলো কয়েক বছর ধরে বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন। রুদ্রনীল কেনো সেই তালিকায় নেই? উত্তরে তিনি বলেন, ‘ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই করবো। কমার্শিয়াল সিনেমা থেকে ডাক এসেছিল। কিন্তু আমি অন্য ধরারা ছবিতে আগ্রহি। তাই করা হয়ে উঠছে না।’

সারাবাংলা/আরএসও/পিএম

নুসরাত ফারিয়া নোবেল বিবাহ অভিযান রুদ্রনীল ঘোষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর