Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশাখে প্রেক্ষাগৃহে এক ছবি


১২ এপ্রিল ২০১৯ ১৬:৫৬

একে তো শুক্রবার। আর দু’দিন বাদেই পয়লা বৈশাখ। দুইয়ে মিলে আজ ১২ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো মাত্র একটি সিনেমা। ছবির নাম ‘বয়ফ্রেন্ড’। উত্তম আকাশ পরিচালিত ছবিতে অভিনয় করেছেন তাসকিন রহমান ও সৌমি।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার তথ্যমতে, দেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এই ছবির মাধ্যমে ভিলেন থেকে নায়ক হিসেবে আবির্ভূত হলেন তাসকিন রহমান। আর ওদিকে এটি সৌমির প্রথম ছবি এটি।

বিজ্ঞাপন

‘ঢাকা অ্যাটাক’ ছবিতে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রশংসিত হন তাসকিন। পর্দায় তার স্বল্প সময়ের উপস্থিতি মুগ্ধ করেছিল দর্শকদের। সেকারণে পরিচালকরা তাকে নিয়ে ভাবতে শুরু করেন। সেই ভাবনা থেকেই পরিচালক উত্তম আকাশ ‘বয়ফ্রেন্ড’ ছবিতে তাসকিন রহমানকে নায়খ হিসেবে নির্বাচিত করেন।

তবে খলচরিত্রে তাসকিনের অভিনয়ের প্রশংসা অনেকটা ম্লান হয়ে গেছে ‘বয়ফ্রেন্ড’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করে। ছবির গান, ট্রেলার অনলাইনের প্রকাশের পর নেতিবাচক সমালোচনায় বিদ্ধ হন তাসকিন। তাসকিন নিজেও বিষয়টি জানেন ও স্বীকার করেন। আর সেকারণে, এধরনের ছবিতে দ্বিতীয়বার অভিনয় না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমে।

এই অভিনেতা জানান, নিরীক্ষা করার জন্যই এরকম ছবিতে কাজ করেছেন তিনি। সব শ্রেণীর দর্শকের কাছে পৌঁছানোর জন্যই  এ ধরনের বাণিজ্যিক ছবিতে অভিনয় করা তার।

সারাবাংলা/আরএসও/পিএ

তাসকিন রহমান বয়ফ্রেন্ড সেমন্তি সৌমি