Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সব মিলিয়ে টেলি সামাদ ছিলেন একজন অসাধারন শিল্পী’


৬ এপ্রিল ২০১৯ ১৭:৪৮

ততোক্ষণে খবর চাউর হয়ে গেছে। চিত্রনায়ক রিয়াজও জেনে গেছেন টেলি সামাদের মৃত্যুর খবর। মৃত্যু অনিবার্য হলেও সেটা যে চরম বেদনার সেটা রিয়াজ মনে করিয়ে দিলেন।

রিয়াজের মতে টেলি সামাদ অসম্ভব গুনী একজন মানুষ ছিলেন। তিনি বলেন, ‘টেলি সামাদ ভাই শুধু চমৎকার অভিনয়ই করতেন না, তিনি চমৎকার একজন পেইন্টারও ছিলেন। এমনকি তিনি ছিলেন একজন গায়ক। সবমিলিয়ে তিনি একজন অসাধারণ শিল্পী।

গেলো জাতীয় নির্বাচনের সময় টেলি সামাদের সঙ্গে রিয়াজের শেষ দেখা হয়। এরপর আর তার সঙ্গে দেখা হয়নি। রিয়াজ বলেন, ‘দেখা হলেই টেলি সামাদ ভাইয়ের সঙ্গে আড্ডায় মেতে উঠতাম। মজার মানুষ ছিলেন তিনি। আমরা বেশকিছু ছবিতে একসঙ্গে অভিনয় করেছি। অনেক সময় কাটিয়েছি আমরা একসঙ্গে। সেসব এখন স্মৃতি হয়ে থাকবে। টেলি সামাদ ভাইয়ের কথা মনে পড়বে সবসময়।

রিয়াজ মনে করেন, তরুণ প্রজন্ম টেলি সামাদকে ভুলে যাবে না। বরং অনেক নতুন অভিনয়শিল্পী চলচ্চিত্রে আসবেন যাদের আদর্শ ছিলেন টেলি সামাদ।

সারাবাংলা/আরএসও/পিএম

টেলি সামাদ রিয়াজ স্মৃতিচারণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর