রানী হয়ে আসছেন মিষ্টি জান্নাত
৩ এপ্রিল ২০১৯ ১১:২৮ | আপডেট: ৩ এপ্রিল ২০১৯ ১২:১৩
প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়িকা মিষ্টি জান্নাত। অল্প সংখ্যাক ছবিতে অভিনয় করেই পাদপ্রদীপের আলোয় চলে এসেছেন। এবার তিনি প্রথমবারের মতো হাজির হচ্ছেন যৌথ প্রযোজনার ছবি নিয়ে।
‘তুই আমার রানী’ শিরোনামের ছবিটি মুক্তি পাবে শুক্রবার (৫ এপ্রিল)। এ উপলক্ষে মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর এক অভিজাত রেস্তোঁরায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সজল আহমেদ, নায়িকা মিষ্টি জান্নাত। এছাড়া শুভকামনা জানাতে এসেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
পরিচালক সজল সজল আহমেদ বলেন, আমরা চেষ্টা করেছি যৌথ প্রযোজনার নতুন নিয়ম মেনে ছবিটি নির্মাণ করতে। দুই দেশের শিল্পীদের অংশহণ নিশ্চিত করেছি এতে। ছবির গল্পটাও ভিন্নধর্মী। আমার বিশ্বাস ছবিটি সবার ভালো লাগবে।
অন্যদিকে মুশফিকুর রহমান গুলজার বলেন, মিষ্টি জান্নাত ডাক্তার হয়েও সিনেমায় এসেছেন। সিনেমার প্রতি ভালোবাসা আছে বলেই তিনি এ জগতে এসেছেন। আমি আশাকরি সিনেমায় তার পথচলা দীর্ঘ হবে। মিষ্টি ভালো অভিনয় করেন। তার ভেতর প্রচুর সম্ভাবনা আছে।
‘তুই আমার রানী’ ছবিতে মিষ্টি জান্নাতের সাথে জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের সূর্য্য। ছবির যৌথ পরিচালক হিসেবে আছেন পীযূষ সাহা। পশ্চিমবঙ্গে ‘তুই আমার রানী’ মুক্তি পাবে ১২ এপ্রিল। ছবিটি হ্যাভেন মাল্টিমিডিয়া ও প্রিন্স এন্টারটেইনমেন্ট- পিফোর যৌথভাবে প্রযোজনা করেছে।
ছবি: আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/আরএসও/পিএম