১৪ বছরে বাংলাভিশন
৩১ মার্চ ২০১৯ ১৭:৩১ | আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১৮:১৬
‘দৃষ্টি জুড়ে দেশ’ এই শ্লোগান নিয়ে ২০০৬ সালে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় বাংলাভিশনের। ৩১ মার্চ ১৪ বছরে পদার্পণ করেছে জনপ্রিয় এই স্যাটেলাইট টেলিভিশন। ১৩ বছরের পথচলায় বেশ কিছু জনপ্রিয় অনুষ্ঠান তৈরি এবং প্রচার করেছে বাংলাভিশনে। জননন্দিত নাটকের একটি বড় তালিকাও আছে তাদের।
নানা আয়োজনের মধ্য দিয়ে বিশেষ দিনটি পালন করছে বাংলাভিশন পরিবার। কেক কাটা আর শুভাকঙ্খিদের পদচারণায় মুখরিত বাংলাভিশন কার্যালয়।
আরও পড়ুন : পুলিশের সাত চরিত্রে অপূর্ব
এছাড়া বাংলাভিশনের পর্দাও সাজানো হয়েছে বিশেষ আয়োজন দিয়ে। বাংলাভিশনের ১৩ বছরের পথচলা, অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান ‘ফিরে দেখার ১৩’।
আবুল হায়াত, জুয়েল আইচ ওসালাহ্উদ্দিন লাভলু’র শগ্রহণে রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ টক-শো ‘আনন্দ বেদনার কাব্য-২০১৯’। সাগর জাহান- এর রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘কাকতাড়ুয়াটা কথা বলে’ প্রচারিত হবে রাত ৯ টা ৫ মিনিটে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া।
সরাসরি সংগীতানুষ্ঠান ‘মাতি আনন্দে বর্ষবরণে’ প্রচারিত হবে রাত ১১ টা ২৫ মিনিটে। গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী ন্যান্সি।
চ্যানেলে যারা কাজ করেন, তাদের মেধা ও শ্রম দিয়ে একটা সুন্দর বাংলাদেশের ছবি তুলে ধারাই এবং দর্শকদের মুখে হাসি ফোটানোই কর্তৃপক্ষের মূল লক্ষ্য।
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
. বৈশাখের আগেই শুরু হচ্ছে ‘রিকশা গার্ল’ ছবির শুটিং
. বিয়ের জন্য প্রস্তুত সোনাক্ষী