Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের সাত চরিত্রে অপূর্ব


৩১ মার্চ ২০১৯ ১৬:৩৩ | আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১৬:৫৫

সাতটা ভিন্ন ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘পুলিশ-একজন মানুষ’। নাটকে সাতটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। আর সবগুলো চরিত্রই পুলিশের।

ওয়েবে প্রকাশের জন্য ছোট দৈর্ঘ্যের নাটকগুলো নির্মাণ করেছেন পরিচালক মাবরুর রশীদ বান্নাহ্‌। নাটকের সব কাজ শেষ। বৈশাখ উপলক্ষে ক্লাব ইলেভেন নামের ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি।


আরও পড়ুন :  বৈশাখের আগেই শুরু হচ্ছে ‘রিকশা গার্ল’ ছবির শুটিং


সাতটি গল্পের মধ্যে পাঁচটি গল্প লিখছেন পরিচালক নিজেই। একটি গল্প পরিচালক নিয়েছেন অনলাইন থেকে। গল্পটি কার বা কে লিখেছেন, তা সম্পর্কে জানেন না পরিচালক। আরেকটি গল্প অভিনেতা অপূর্বর মূল ভাবনায় লেখা।

গল্প সাতটির রয়েছে আলাদা আলাদা নাম। পুলিশের বউ, মশা, ভুড়ি, পকেটমার, সৎ-অসৎ, বোন, পাঙ্গাশ মাছ। প্রতিটি নাটকের দৈর্ঘ্য ত্রিশ থেকে পয়ত্রিশ মিনিট।

নাটক প্রসঙ্গে পরিচালক ও গল্পকার মাবরুর রশীদ বান্নাহ বলেন, ‘সাতটা গল্প বলা হয়েছে নাটকে, ছোট ছোট। যেখানে আমাদের দেখানোর প্রয়াস পুলিশের পোশাকের বাইরের মানুষটাকে। পুলিশ তো কারো বাবা, কারো ভাই, কারো সন্তান।’

তিনি আরও বলেন, ‘পুলিশকে আমরা কতভাবে হেয় করি। কিন্তু পুলিশ যদি মানবিক না হতো, তাহলে সবকিছু এত সহজ হতো না। নাগরিকের সমস্যায় পুলিশ সবচেয়ে আগে এগিয়ে আসে। তারা মানবিক না হলে কিন্তু আমরা ভালোভাবে বাস করতে পারতাম না।’

গল্পে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্ম চারীদের চরিত্র রূপায়ন করা হয়েছে। পরিচালক জানান, ক্রিটিক্যালি না বরং ইচ্ছামূলক ইতিবাচকতা আছে গল্প ও নির্মাণগুলোর মধ্যে। আবার খারাপ যে কিছু নেই, তাও না। কারণ পুলিশ পেশার মধ্যে খারাপ লোকও আছে। নাটকে সেটাও দেখানো হয়েছে কিন্তু ইতিবাচকতাই বেশি।

বিজ্ঞাপন

নাটকে রয়েছে অনেক চরিত্র। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাহসিন ফারিন।

সারাবাংলা/পিএ


আরও পড়ুন :  বিয়ের জন্য প্রস্তুত সোনাক্ষী


অপূর্ব নাটক পুলিশ মাবরুর রশীদ বান্নাহ সাত চরিত্র