বৈশাখের আগেই শুরু হচ্ছে ‘রিকশা গার্ল’ ছবির শুটিং
৩১ মার্চ ২০১৯ ১৪:২২ | আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১৫:০৩
‘আয়নাবাজি’ খ্যাত পরিচালক অমিতাভ রেজা শুরু করতে যাচ্ছেন তার পরবর্তী ছবির শুটিং। নতুন ছবির নাম ‘রিকশা গার্ল’। ১১ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে ছবিটির দৃশ্যধারণ। বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন অমিতাভ রেজা নিজেই।
তিনি সারাবাংলাকে বলেন, ‘১১ এপ্রিল থেকে শুটিংয়ের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ছবির অধিকাংশ দৃশ্যধারণ ঢাকাতেই হবে।’
আরও পড়ুন : বিয়ের জন্য প্রস্তুত সোনাক্ষী
‘রিকশা গার্ল’ ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন নভেরা রহমান। প্রথম দিন থেকেই ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। অমিতাভ বলেন, ‘তাকে কেন্দ্র করেই তো ছবিটি। নভেরাকে তো থাকতেই হবে।’। ছবিতে আরও আছেন শাকিব খান। সুপারস্টারের ভূমিকাতেই দেখা যাবে তাকে।
সিনেমায় ‘নাঈমা’ চরিত্রে অভিনয় করবেন নভেরা রহমান। তিনি এর আগে সিনেমা, তথ্যচিত্র ও টিভির বিভিন্ন প্রোডাকশনে কাজ করেছেন। সম্প্রতি নভেরা অভিনয় করেছেন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায়। ছবিটি আছে মুক্তির অপেক্ষায়।
‘রিকশা গার্ল’ ছবির প্রযোজক এরিক জে অ্যাডামস, সহ-প্রযোজক ক্যাথলিন এম অ্যাডামস, সহযোগী প্রযোজক মেহজাবিন রেজা ও আসাদ সকাল। আর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন মাইকেল ভ্যানডেওয়ালে।
মিতালি পার্কিন্সের উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন শর্বরী জেড আহমেদ ও নাসিফ আমিন।
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন : প্রকাশের পর উধাও সিনেমার ট্রেইলার, কারণ?