Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো বাংলাদেশের ছবিতে কোয়েল মল্লিক!


৩০ মার্চ ২০১৯ ১২:৫৮ | আপডেট: ৩০ মার্চ ২০১৯ ১৫:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো বাংলাদেশের ছবিতে অভিনয় করতে চলেছেন কলকাতার ছবির জনপ্রিয় মুখ কোয়েল মল্লিক। মোহাম্মদ শাহাজাদা ইসলামের ‘ক্রাইসিস’ ছবিতে অভিনয় করবেন তিনি। আর এই ছবিতে কোয়েল মল্লিক জুটি বাঁধবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অথবা চঞ্চল চৌধুরীর সাথে।

শাহজাদা ইসলাম বলেন, ‘কোয়েল মল্লিকের সাথে কথা বলেছি। গল্পটি তার ভালো লেগেছে। তার বিপরীতে চঞ্চল চৌধুরী বা আফরান নিশোকে নিতে পারি। কথাবার্তা চলছে। নিশো ভাইয়ের সাথে কথা বেশ এগিয়েছে। কাজের স্বাধীনতা পেলে এই ছবিতে অভিনয় করবেন বলে জানিয়েছেন।’


আরও পড়ুন :  সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী খুরশীদ আলম গুরুতর আহত


মানুষের যাপিত জীবনের নানা সঙ্কটের গল্প উঠে আসবে এই ছবিতে। পাঁচটি চরিত্র সঙ্কটের আবর্তে ঘুরপাক খাওয়ার মানুষের প্রতিনিধিত্ব করবে। ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য করেছেন নীল মাহবুব। এপ্রিলের শেষের দিকে শুরু হবে ছবির প্রথম ধাপের শুটিং।

বিজ্ঞাপন

এটি মোহাম্মদ শাহাজাদা ইসলামের প্রথম চলচ্চিত্র। এর আগে তিনি বেশকিছু বিজ্ঞাপনচিত্র, প্রামান্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক নির্মাণ করেছেন। নির্মিতব্য ছবিটি প্রযোজনা করবে ফিলিংস প্রোডাশনন্স।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :  দ্বৈত চরিত্রে জাহ্নবি