দ্বৈত চরিত্রে জাহ্নবি
৩০ মার্চ ২০১৯ ১২:০২ | আপডেট: ৩০ মার্চ ২০১৯ ১৫:২০
রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধছেন জাহ্নবি কাপুর। দিনেশ ভিজান পরিচালিত ‘রুহ আফজা’ ছবিতে দেখা যাবে তাদের রসায়ন। খবর বলিউড হাঙ্গামার।
জাহ্নবি ‘ধাড়াক’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। প্রথম ছবিতে অভিনয় করে বেশ ভালো সফলতাও পান তিনি। সেই সফলতার রেশ ধরে তিনি বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তার মধ্যে রয়েছে করণ জোহরের ‘তখত’ এবং ফ্লাইট লেফটেনেন্ট গুঞ্জন সাক্সেনার বায়োপিক। আর এখন চুক্তিবদ্ধ হলেন ‘রুহ আফজা’ ছবিতে।
আরও পড়ুন : যুদ্ধদিনের পরবর্তী প্রজন্মের গল্প ‘নয় মাস’
ছবিটিতে জাহ্নবিকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। রুহি ও আফজা নাম থাকবে চরিত্র দুটির। উত্তর প্রদেশে হবে ছবির শুটিং। ভৌতিক ঘরানার ছবি হবে এটি। এমনটি জানিয়েছেন দিনেশ ভিজান।
পরিচালক দিনেশ ভিজান বলেন, ‘ রাজকুমার রাও দারুণ একজন অভিনেতা। তিনি কমেডি চরিত্রে অসাধারন। আর আমরা প্রধান নারী চরিত্রে এমন একজন অভিনেত্রী চাইছিলাম যিনি দুটি চরিত্রকে ফুটিয়ে তুলতে পারবেন একসাথে। আমার কাছে মনে হয়েছে জাহ্নবী-ই চরিত্রটির জন্য মানানসই। তিনি সত্যিই চিত্রনাট্য উপযোগি চরিত্র।’
‘রুহ আফজা’য় আরও অভিনয় করবেন বরুণ শর্মা। ২০২০ সালে মুক্তি পাবে ছবিটি। এদিকে জাহ্নবি এখন গুঞ্জন সাক্সেনার বায়োপিকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন : ‘এই বৈশাখে’ কী আছে ভালোবাসার ভাগ্যে