রোশানের ‘ড্রিমগার্ল’ অধরা
২৫ মার্চ ২০১৯ ১২:৪১ | আপডেট: ২৫ মার্চ ২০১৯ ১৩:১১
নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন আলোচিত নায়ক রোশান। ‘ড্রিমগার্ল’ শিরোনামের ছবিটি পরিচালনা করবেন যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান। আর এতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন অধরা খান। রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন (এফডিসি)– এর জহির রায়হান কালার ল্যাবে ছবির মহরত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : আসলেই কি ঐশ্বরিয়া…?
মহরত অনুষ্ঠানে উপস্থিত পরিচালকদ্বয় ও ছবির প্রধান দুই চরিত্রের অভিনয়শিল্পী উপস্থিত ছিলেন। এছাড়া মহরত অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন জনপ্রিয় কয়েকজন চলচ্চিত্র পরিচালক। তাদের মধ্যে ছিলেন— পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান, মনতাজুর রহমান আকবর, দেলোয়ার জাহান ঝন্টু। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন।
এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন রোশান ও অধরা খান। এর আগে রোশান কেবল জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিতে অভিনয় করেছেন। ঢাকাই ছবির উদীয়মান এই নায়ক বলেন, ‘আমি জাজ মাল্টিমিডিয়ার ছবিতে অভিনয় করি বলে অনেকে মনে করেন আমি অন্য কোথাও অভিনয় করতে পারবো না। এটা ভুল। আমি সব প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে কাজ করতে চাই। যা এই ছবিতে চুক্তি হওয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দিলাম।’
অধরা খান তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ইস্পাহানি জাহানের হাত ধরে। আবারও তার ছবিতে অভিনয়ের সুযোগ দেয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি যার নির্দেশনায় প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। আবারও তার (ইস্পাহানি জাহান) ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি পরিচালকের আস্থার প্রতিদান রাখতে চাই। সেই সাথে রোশান ও আমার জুটির জন্য সবার কাছে দোয়া চাই।’
‘ড্রিমগার্ল’ প্রযোজনা করছে এসএস সিনেমা। মহরত হলেও জানানো হয়নি ছবির শুটিং তারিখ। তবে জানা গেছে খুব শিগগিরই ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন : প্রেমিক-প্রেমিকার ফিল্মফেয়ার জয়