নতুন প্রেমে ভিকি কুশল
২০ মার্চ ২০১৯ ১৬:৫৪ | আপডেট: ২০ মার্চ ২০১৯ ১৭:৩৮
ভিকি কুশলকে মনে করা হয় বলিউডের পরবর্তী সুপারস্টার। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই হিট। ‘উড়ি’ শিরোনামের তার শেষ ছবিটিও ভালো ব্যবসা করেছে ভারতে। এরপর থেকেই ব্যক্তিজীবনের বিভিন্ন ঘটনায় খবর হচ্ছেন ভিকি।
কদিন আগে প্রেমে ব্যর্থ হয়ে আলোচিত হয়েছিলেন ভিকি, এবার নতুন প্রেমের খবর নিয়েই আলোচনায় এসেছেন ‘মাসান’ তারকা।
আরও পড়ুন : দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘লাইভ ফ্রম ঢাকা’
‘দম লাগা কে হ্যায়সা’ সিনেমার নায়িকা ভূমি পেডনেকারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াচ্ছেন ভিকি। শোনা যাচ্ছে, করণ জোহরের ‘তখত’ সিনেমার সেট-এ ভিকির সঙ্গে আলাপ হয় ভূমির। তারপর থেকেই এই নায়িকার সঙ্গে ভিকির ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এখন দুজনে মিলে নিয়মিত ডেটও করছেন।
এদিকে ভূমির সঙ্গে সম্পর্কের জেরেই সাবেক প্রেমিকা হারলিনের সঙ্গে ব্রেক আপ করেছেন ভিকি। এরপরই ইনস্টাগ্রামে ভিকিকে ‘আনফলো’ করে দেন হারলিন। পরে করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’ এ গিয়ে হারলিন শেট্টির সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নেন ভিকি কুশল।
এদিকে, মালয়শিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ হওয়া বিমানটি নিয়ে একটি সিনেমায় অভিনয় করছেন ভিকি কুশল। ছবিটি আরও অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। আছেন ইয়ামি গৌতমও। ইংরেজি ভাষার এই ছবিটির পরিচালক রুপেশ পাল।
সারাবাংলা/টিএস/পিএ
আরও পড়ুন :
. হাফ’র ‘ওয়ান টু ওয়ান মিটিং’এ ‘অবলম্বন’
. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুইদিনের সঙ্গীত উৎসব
. ৪৮ এ এসে সুখবিন্দর বললেন, এ বছরই বিয়ে করবো
. জাহালমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে হাইকোর্টের না