আসিফ আকবরের ‘ফুঁ’!
২২ জানুয়ারি ২০১৮ ১৬:২০ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৮ ১৭:০৯
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
এই বছরের প্রথম প্রহরেই গান নিয়ে হাজির হয়েছিলেন আসিফ আকবর। ‘প্রথম দেখা’ শিরোনামের গানটি ইউটিউবে পেয়েছে দারুণ শ্রোতাপ্রিয়তা। এরই ধারাবাহিকতায় আসিফ এবার আনছেন তার পরবর্তী চমক ‘ফুঁ’। প্রথম দেখার মতো এই গানটিও প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’।
গানটি গীতিকার ও সুরকার মারজুক রাসেল। দীর্ঘদিন পর আবার আসিফ-মারজুক জুটির গান পাচ্ছেন শ্রোতারা। সঙ্গীতায়োজন করেছেন জে কে মজলিশ।
গানটির ভিডিওতে অনেকটাই ক্রেজি লুকে হাজির হচ্ছেন আসিফ। গানের কথার সাথে মিল রেখে দারুন একটি গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। ভিডিওতে আসিফ আকবরের সাথে মডেল হিসেবে দেখা যাবে সিনি স্নিগ্ধাকে।
গানটি প্রসঙ্গে আসিফ বলেন, ‘অনেক দিন পর মারজুক রাসেলের সাথে কাজ করলাম। মারজুক রাসেলের কথা মানেই ভিন্নতা। আমার ভক্ত-শ্রোতারা ধরেই নিয়েছে যে, আমি এখন যে কাজই উপহার দিবো তাতে থাকবে নানান চমক।’
ধ্রুব মিউজিক স্টেশন সুত্রে জানা যায়, ২৫ জানুয়ারী বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে ‘ফুঁ’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শোনা যাবে, ডিএমএস এর ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব এবং রবি ইয়োন্ডার মিউজিকে।
সারাবাংলা/টিএস/পিএ