ব্যতিক্রমী চরিত্রে ফিরলেন ফারজানা ছবি
২২ জানুয়ারি ২০১৮ ১৪:৩৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৮ ১৪:৫১
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
চেনা জগত থেকে মাঝে কিছুদিনের বিরতি। দূরে ছিলেন লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে। সময় দিয়েছেন সংসার আর সন্তানকে।
কিন্তু অভিনয়ের নেশা যার তিনি কি আর পর্দা থেকে বেশি দিন দূরে থাকতে পারেন? ফারজানা ছবি তাই আবারও ফিরলেন অভিনয়ে। এবার রীতিমতো ব্যতিক্রমি এক চরিত্রে।
‘কানী মা’ নামের একটি টেলিছবিতে ফারজানা ছবিকে দেখা যাবে অন্ধ মায়ের চরিত্রে। এখানে দেখা যাবে তার একমাত্র ছেলে হামিদ তাকে অবজ্ঞা ও অবহেলা করে। কারণ মায়ের অন্ধত্ব ছেলেকে লজ্জা দেয়।
‘কানী মা’ টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘এই টেলিছবিতে দুইদিন আমাকে এক চোখ বন্ধ রেখে পাথরের চোখ পড়ে অভিনয় করতে হয়েছে। কাজটি বেশ কষ্টকর ছিলো। তবে ভিন্নধর্মী এই কাজটি আমি উপভোগ করেছি।’
নারী দিবসের জন্য বিশেষ এই টেলিছবি নির্মাণ করেছেন নুইব হাসান। যার নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা ছবি এবং ছেলে হামিদের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। সম্প্রতি জোড়পুকুর রাজবাগান জোহাপল্লীতে টেলিছবিটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
সারাবাংলা/টিএস/পিএম