Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ্যে এলো গেম অফ থ্রোন্সের ট্রেলার


৬ মার্চ ২০১৯ ১৩:০৯ | আপডেট: ৬ মার্চ ২০১৯ ১৩:১৫

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

পহেলা বৈশাখে শুরু হবে গেম অফ থ্রোন্সের অষ্টম তথা শেষ মৌসুম। মুক্তি সামনে রেখে জনপ্রিয় এই সিরিজটির ট্রেইলার প্রকাশ পেয়েছে অন্তর্জালে। গেম অফ থ্রোন্সের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ইতোমধ্যেই এক কোটি একাশি লাখ বারের মতো দেখা হয়ে গেছে ট্রেলারটি।

গেম অফ থ্রোন্সকে ধরা হয় পৃথিবীর সবেচেয় জনপ্রিয় টিভি সিরিজ। গোটা দুনিয়াতেই এই সিরিজের ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সারা বছর জুড়েই অন্তর্জালে প্রিয় এই সিরিজটি নিয়ে চর্চা হয়। অষ্টম মৌসুমের ট্রেলার প্রকাশের পর সেটি এখন আরও বাড়তির দিকে।

এপ্রিলের ১৪ তারিখে এইচবিও’র পর্দায় দেখা মিলবে জন স্নো, টায়রিয়ন ল্যানিস্টার আর আরিয়া স্টার্কদের। জিওটি নির্মাতা ও এইচবিও টেলিভিশনের পক্ষ থেকে এই খবর আগেই জানানো হয়েছে।

গেম অফ থ্রোন্স মূলত মুকুট বা ক্ষমতার লড়াই। সিরিজের গল্প যতোটা আকর্ষণীয়, তারচেয়েও চোখ ধাঁধানো এর দৃশ্যায়ন। টিভি সিরিজ হলেও এর একটি পর্বের খরচ দিয়ে আস্ত একটি সিনেমাই নির্মাণ করে ফেলা সম্ভব।

সারাবাংলা/টিএস/পিএ


আরও পড়ুন :

.   ছোটবেলার ছবি দিয়ে জাহ্নবীকে জন্মদিনের শুভেচ্ছা

.   নারী দিবসে পূজা’র বিজয়িনী


আরও দেখুন :

জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ

গেম অফ থ্রোন্স টিভি সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর