নারী দিবসে পূজা’র বিজয়িনী
৬ মার্চ ২০১৯ ১২:৩৯ | আপডেট: ৬ মার্চ ২০১৯ ১২:৫১
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
আজকের বিশ্বে নানান পেশায় নারী তার সফলতার গল্প বুণে যাচ্ছে। নারীরা আর অন্তপুরের বাসিন্দা নেই। চারপাশে ছড়িয়ে পড়ছে নারীদের হাজারো বিজয়ের গল্প। নারীরা আজ বিজয়িনী। যারা ভালবাসার শক্তি দিয়ে পৃথিবীকে সব অশুভ আর ভয়াবহতা থেকে রক্ষা করতে পারে।
আরও পড়ুন : ছবির প্রচারে মাইক নিয়ে মাঠে
এমন ভাবনাকে উপজীব্য করে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার নির্মাণ করেছে বিশেষ কোরিওগ্রাফী ‘বিজয়িনী’। পূজা সেনগুপ্তের নির্দেশনায় এতে অংশ নিয়েছেন তুরঙ্গমীর শিল্পীরা। সংগীত পরিচালনা করেছেন তানভীর আলম সজীব।
গেলো ২ মার্চ কীর্তিমতী সম্মাননা ২০১৮ প্রদান অনুষ্ঠানে বিজয়িনী’র প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। এবার টেলিভিশন দর্শকরা কোরিওগ্রাফীটি দেখতে পাবেন আসছে ৮ মার্চ নারী দিবসে। মাছরাঙা টিভিতে রাত ৮টায় দেখানো হবে অনুষ্ঠানটি।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন : প্রযোজনা প্রতিষ্ঠান খুলছেন আলিয়া
আরও দেখুন :
জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ
তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার নারী দিবস পূজা সেনগুপ্ত বিজয়িনী