Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলচ্চিত্র নিয়ে সংসদে সরব সুবর্ণা


৪ মার্চ ২০১৯ ১২:৩২ | আপডেট: ৫ মার্চ ২০১৯ ১৩:৫৬

সুবর্ণা মুস্তাফা। ছবি: অন্তর্জাল

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বাংলা চলচ্চিত্রের দুর্দশার চিত্র এখন বড় আকারে প্রতিয়মান। কোনোভাবেই যেন চলচ্চিত্রের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হচ্ছেনা। সেকারণে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। এমনকি তারা চাইছিলেন কেউ যেন জাতীয় সংসদে দাঁড়িয়ে চলচ্চিত্রের উন্নয়নের প্রয়োজনীয়তা প্রসঙ্গে কথা বলেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের সেই চাওয়া অবশেষে পূরণ হয়েছে। চলচ্চিত্রের সংকট আর সম্ভাবনা নিয়ে সংসদে কথা বলেছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। রোববার (৩ মার্চ) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে চলচ্চিত্রের উন্নয়নে কিছু দাবি–দাওয়া পেশ করেন তিনি।


আরও পড়ুন :  সিনেমার নাম ‘রুহ আফজা’


সুবর্ণা মুস্তাফা তার বক্তব্যে বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে অতিসত্ত্বর ৬৪ জেলায় সিনেমা হলগুলোর সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি আরও সিনেপ্লেক্স নির্মাণের দাবি জানান। চলচ্চিত্রের দুর্দিন দূর করতে কিছু সময়ের জন্য চলচ্চিত্র খাতকে করমুক্ত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি ছবি প্রদর্শনের ক্ষেত্রে সিনেমা হলগুলোকে ইউটিলিটি বিল মুক্ত করাসহ প্রয়োজন মাফিক আরও কিছু প্রণোদনা দেয়ার দাবি জানান তিনি।

সংসদ অধিবেশনে বক্তৃতা দিচ্ছেন অভিনেত্রী সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। ছবি: অন্তর্জাল

একইসঙ্গে দেশিয় চলচ্চিত্রকে বাঁচাতে  বিদেশি চলচ্চিত্রের ওপর কর বাড়িয়ে দেয়ার অনুরোধ করেন সুবর্ণা। এছাড়া সুবর্ণা মুস্তাফা টেলিভিশনের ডিজিটাল ডিস্ট্রিবিউশনের অভাব এবং লাগামহীন বিজ্ঞাপন রোধের বিষয়েও কথা বলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :  রণবীর হচ্ছেন মহাকাশচারী!


আরও দেখুন :

‘জীবনানন্দ দাসকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না’ : তৌকীর আহমেদ

চলচ্চিত্রের কর মওকুফ সংসদ সুবর্ণা মুস্তাফা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর