Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমার নাম ‘রুহ আফজা’


৪ মার্চ ২০১৯ ১১:৩১ | আপডেট: ৫ মার্চ ২০১৯ ১৩:৫৪

এন্টারেটেইনমেন্ট ডেস্ক ।।

পানিয় হিসেবে গোটা ভারতীয় উপমহাদেশেই রুহ আফজা বেশ পরিচিত নাম। গোলাপি এই শরবতের নামে এবার বলিউডে নির্মিত হবে একটি সিনেমা। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও। আর ছবির গল্প হবে হরর কমেডি ধাঁচের। ছবিটি পরিচালনা করবেন মৃগদীপ সিং লাম্বা।

গেল বছর ‘স্ত্রী’ সিনেমার বড় সাফল্যের পর প্রযোজক দীনেশ বিজনের সঙ্গে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন রাজকুমার রাও। থাকছেন ‘ফুকরে’ স্টার বরুণ শর্মাও। তারা তিনে মিলে সেই ছবির নাম রেখেছেন ‘রুহ আফজা’।


আরও পড়ুন :  রণবীর হচ্ছেন মহাকাশচারী!


ছবির নামেই বোঝা যায় যে হাস্যরসের মোড়কে তৈরি হয়েছে রুহ আফজা ছবির চিত্রনাট্য। সঙ্গে যোগ করা হয়েছে গা-ছমছমে ভৌতিক কর্মকাণ্ড। তরন আদর্শ জানাচ্ছেন, এই ছবিতে এক সাদাসিধে, সরল গোছের ছেলের ভূমিকায় দেখা যাবে ‘নিউটন’ খ্যাত রাজকুমার রাওকে।

এক ঘুমপাড়ানি ভূত যে কি না বিয়ের রাতে সদ্য বিবাহিতা কনের ওপর ভর করে বরদের ঘুম পাড়ায়– এমন গল্পের ওপর ভিত্তি করেই এগিয়েছে ছবির গল্প। ছবির অন্যান্য চরিত্রে কে কে থাকছেন কিংবা রাজকুমারের বিপরীতে কোন অভিনেত্রী অভিনয় করছেন পরিচালকের পক্ষ থেকে তা এখনো আড়ালে রাখা হয়েছে।

উল্লেখ্য, রুহ আফজা ছবির দৃশ্যধারণ হবে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। এ বছরের শেষ দিকে মুক্তি দেওয়া হবে ছবিটি।

সারাবাংলা/টিএস/পিএম


আরও পড়ুন :  মঞ্চে আসছে সৈয়দ জামিল আহমেদের নতুন নাটক


আরও দেখুন :

‘জীবনানন্দ দাসকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না’ : তৌকীর আহমেদ

রাজকুমার রাও রুহ আফজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর