মঞ্চে আসছে সৈয়দ জামিল আহমেদের নতুন নাটক
৩ মার্চ ২০১৯ ১৮:৪৯ | আপডেট: ৩ মার্চ ২০১৯ ১৮:৫৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
সৈয়দ জামিল আহমেদ- প্রচারবিমুখ এক নাট্যব্যক্তিত্বের নাম। উল্লেখযোগ্য বেশ কিছু মঞ্চ প্রযোজনায় জড়িয়ে আছে তার নাম। ২০১৭ সালের সেপ্টেম্বরে ‘রিজওয়ান’ নাটক দিয়ে হঠাৎ করেই মঞ্চপাড়ায় তোলপাড় তোলেন। ঈদের ছুটি থাকার পরেও জামিল আহমেদ নির্দেশিত ‘রিজওয়ান’ দেখার জন্য উপচে পড়া ভিড় লাগে। কোনও মঞ্চ নাটক এতটা আগ্রহ সাম্প্রতিক সময়ে দেখা যায়নি।
সেই জামিল আহমেদ এবার হাজির হচ্ছেন নতুন নাটক নিয়ে। কথাসাহিত্যিক শহীদুল জহিরের ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ লেখা থেকে তৈরি হচ্ছে সৈয়দ জামিল আহমেদের নতুন নাটক।
৪৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধ নাট্য উৎসব ২০১৯। সেখানেই মঞ্চস্থ হবে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় হবেিএর মঞ্চায়ন।
আরও পড়ুন : ‘মূকাভিনয়ে নারী সম্মাননা’ পেলেন মৌসুমী মৌ
নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে ১৪ মার্চ। ২০ মার্চ পর্যন্ত বিভিন্ন সময় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটকটি।
উদ্বোধনী মঞ্চায়ন ১৪ মার্চ (বৃহস্পতিবার), সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ১৫ মার্চ (শুক্রবার), বিকাল ৩টা ৩০ ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
একই সময়ে নাটকটি মঞ্চস্থ হবে ১৬ মার্চ (শনিবার), ১৭ মার্চ (রবিবার) ও ২০ মার্চ (বুধবার)। আর ১৮ মার্চ (সোমবার) ও ১৯ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে নাটকটি।
নাটকটির অগ্রীম টিকেট পাওয়া যাচ্ছে https://event.noktaarts.com/ – এ। এছাড়া শিল্পকলা একাডেমির মহড়াকক্ষ-৪ এর সামনে থেকে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সরাসরি টিকেট সংগ্রহ করা যাবে।
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
. অভিনেত্রী নওশাবার মামলার প্রতিবেদন পেছালো
. আমি সুপারস্টার তত্ত্বে বিশ্বাস করি না: পূজা চেরি
. যৌন হেনস্তার অভিজ্ঞতা নিয়ে তনুশ্রী’র ছবি
. বাবার গান নিয়ে ছেলের উদ্যোগ
. এবার তেলেগু রোমান্টিক ছবিতে বাংলাদেশের মেঘলা মুক্তা
. সারা’র নিন্দায় মুখর বলিউড
. দারুণ সাড়া পাচ্ছে জয় বাংলা কনসার্ট
. সুস্থ হয়েছেন ইরফান খান?
. হৃত্বিক রোশনে মুগ্ধ তামান্না ভাটিয়া
আরও দেখুন :
‘জীবনানন্দ দাসকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না’ : তৌকীর আহমেদ
জীবন ও রাজনৈতিক বাস্তবতা মঞ্চ নাটক শহীদুল জহির শিল্পকলা একাডেমি সৈয়দ জামিল