Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃত্বিক রোশনে মুগ্ধ তামান্না ভাটিয়া


৩ মার্চ ২০১৯ ০৯:৫০ | আপডেট: ৩ মার্চ ২০১৯ ১৫:১৪

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

হৃত্বিক রোশন অভিনয় করেন বলিউডে। সেখানে তিনি দারুণ জনপ্রিয় হলেও এর বাইরে অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রিতে তার যাতায়াত খুব একটা নেই। তবে হিন্দি ছাড়া অন্য ভাষায় সিনেমা না করলেও সারা ভারত জুড়েই রয়েছে তার পরিচিতি। এমনকি দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়াও তার ভক্ত।

সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে তামান্না জানিয়েছেন, হৃত্বিকের অভিনয় তিনি শুরু থেকেই উপভোগ করেন। তাকে অনুসরনও করছেন ক্যারিয়ারের একদম প্রথম থেকেই। তামান্না বলেন, ‘আমি হৃত্বিকের সঙ্গে অভিনয় করতে চাই। এর জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত। যদি অনস্ক্রিণে তাকে চুমু খাওয়ার শর্তও দেওয়া হয় তাহলেও আমি সেই সিনেমা করতে রাজি আছি।’


আরও পড়ুন :  ‘জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না’


‘ফেমাসলি ফিল্মফেয়ার’ নামে এক তামিল টক শোয়ে আমন্ত্রিত ছিলেন দক্ষিণী এই জনপ্রিয় অভিনেত্রী। সেখানেই তিনি বলেছেন, ‘আমি সাধারণত পর্দায় চুমু খাই না। কোনও ছবি সই করার আগেই চুক্তিপত্রে শর্তে এটা আমি উল্লেখ করে দিই। এটা নিয়ে বন্ধুদের সঙ্গেও হাসি-ঠাট্টা হয়। তবে বিপরীতের মানুষটি যদি হৃতিক রোশন হন, তাহলেই শুধু আমি রাজি হবো।’

হৃত্বিকের সঙ্গে এর আগে একবার দেখা হয়েছিল তামান্নার। নিখাদ এই ভক্ত সেবার ‘কৃশ’ তারকার সঙ্গে নিজের ছবিও তুলে রেখেছিলেন। ইনস্টাগ্রামে তামান্না সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘একজন অভিনেতা যাকে আমি আমার ক্যারিয়ারের একদম শুরুর দিন থেকেই অনুসরণ করি। কাজের প্রতি তার একাগ্রতা দেখে মুগ্ধ হই, যা আমাকে ভীষণ অনুপ্রেরণা জোগায়।’

বিজ্ঞাপন

তামান্না আরও লেখেন, ‘অনেকদিনের সুপ্ত বাসনা ছিল আমার প্রিয় হিরোর সঙ্গে কোনওদিন দেখা হোক। আজ সেই দিনটি, যা অবশেষে বহু বছরের বাসনা পূর্ণ করলো। হৃতিক আপনি ভীষণই বিনম্র। এর আগে কোনওদিন ছবি তোলার আগে এত নার্ভাস হইনি। তবে আমি ততটাই উচ্ছ্বসিত। এত সুন্দর একটি স্মৃতির জন্য ধন্যবাদ!’

উল্লেখ্য, তামান্না ভাটিয়া দক্ষিণের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ‘বাহুবলী’র নায়িকা।

সারাবাংলা/টিএস/পিএম

https://www.instagram.com/p/Baoi50WFSto/?utm_source=ig_embed


আরও দেখুন:

‘জীবনানন্দ দাসকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না’ : তৌকীর আহমেদ

কৃশ তামান্না দক্ষিণী সুপারস্টার ভক্ত হৃতিক রোশন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর