Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউটন বাদ!


২০ জানুয়ারি ২০১৮ ১৪:৫৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ১৫:২৮

এন্টারটেইনমেন্ট ডেস্ক

এবারের অস্কারে ভারতকে প্রতিনিধিত্ব করেছিলো নিউটন। একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে খুব একটা সুবিধা করতে পারেনি ছবিটি। বাদ পড়ে সিনেমা বাছাইয়ের প্রথম পর্বেই! ধারণা করা হচ্ছিলো দেশের ভেতরের গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো জুটবে নিউটনের কপালে! স্টার অ্যাওয়ার্ড, জি সিনে অ্যাওয়ার্ডের আসর মাত করে সেই ঈঙ্গিত অবশ্য আগেই দিয়ে রেখেছিলো ছবিটি।

কিন্তু ফিল্মফেয়ারের নির্বাচক প্যানেল যেন এসবের কিছুই জানে না! তাই পুরস্কার প্রদানের পরবর্তী আসরের মনোনয়ন তালিকায় সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতার মতো গুরুত্বপূর্ণ ক্যাটাগরিগুলোতে রাখেননি নিউটনকে। তাই এ নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে নিউটন। এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন নিউটনরূপী রাজকুমার রাও। সমালোচনাটা সবচেয়ে বেশি হচ্ছে সেরা অভিনেতার মনোনয়ন তালিকা থেকে রাজকুমার বাদ পড়ায়। সমালোচকরা বলছেন, ‘এ ঘটনাই প্রমাণ করে ভারতের চলচ্চিত্র পুরস্কারগুলো দিন দিন হাস্যকর হয়ে যাচ্ছে!’

‘নিউটন’ ছবির জন্য মনোনয়ন না পেলেও ‘বেরলি কি বারফি’ সিনেমার জন্য সহ অভিনেতা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন রাজকুমার। একই বিভাগে নিউটনে অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন পঙ্কজ ত্রিপতি। ভারতীয় সিনেমা বিশ্লেষকরা সবচেয়ে বেশি হতাশ হয়েছেন এ কারণেই। অঙ্কিত খাদগি নামের একজন এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ফিল্মফেয়ার রাজকুমারকে ডিজার্ভ করে না।’

সারাবাংলা/টিএস/কেবিএন

বিজ্ঞাপন

নিউটন রাজকুমার রাও

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর