Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব খানের নায়িকা আসলে কে?


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৪

শাকিব খান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দ্বিতীয়বারের মতো ছবি প্রযোজনায় নামছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে সহ-প্রযোজক হিসেবে থাকবেন নায়কের বন্ধু মোহাম্মদ ইকবাল। ‘পাসওয়ার্ড’ নামের ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারী। যদিও কয়েক দফা পরিবর্তনের পর এই নাম চূড়ান্ত করা হয়।

কেন্দ্রিয় চরিত্রে শাকিব খান অভিনয় করবেন এটা জানা কথা। প্রধান নায়িকা হিসেবে বুবলীকে চূড়ান্ত করা হয়েছে। এই ছবিতে থাকবেন আরও একজন নায়িকা। তবে তার নাম নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল।


আরও পড়ুন :  নজরুলের গানের সংগীতায়োজন করছেন অর্ণব


জানা গিয়েছিল ছবিতে রানী হামিদ থাকবেন দ্বিতীয় নায়িকা হিসেবে। কিন্তু পরে জানা যায় রানী হামিদ নন, কলকাতার বনশ্রী নামের এক অভিনেত্রী অভিনয় করবেন ছবির দ্বিতীয় নায়িকা হিসেবে। তবে সংবাদ মাধ্যমের এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন বললেন পরিচালক ও প্রযোজক দুজনেই। মালেক আফসারি সারাবাংলাকে বলেন, ‘কোন নায়িকার সঙ্গে আলোচনা করলেই তাকে নিয়ে কাজ করা হয়ে যায়না। অনেকের সাথে এমন কথা হতেই পারে।’

তিনি আরও বলেন, ‘কলকাতার বনশ্রীর সাথে কথা বলেছিলাম। তবে তার সঙ্গে শিডিউল মেলেনি। তিনি খুব টাইট শিডিউল দিয়েছিলেন। টাইট শিডিউলে আমি কাজ করতে পারিনা। তাই তাকে বাদ দিয়েছি। নতুন নায়িকা যাকে চূড়ান্ত করেছি তার নাম লাকি। পেশায় একজন ডাক্তার। আগে কখনো অভিনয় করেননি।’

লাকির সঙ্গে পরিচয় প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকের মাধ্যমে পরিচয়। একদিন তাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই। তিনি একসেপ্ট করেন। তার কিছু ছবি দেখে আমার ভালো লাগে। তারপর তাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন।’

বিজ্ঞাপন

পরিচালক নায়িকার কথা বললেও প্রযোজক বললেন ভিন্ন কথা। মোহাম্মদ ইকবাল বলেন, ‘এখনো আমরা নায়িকার বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারিনি।’

পরিচালক–প্রযোজকের দুরকম কথা নায়িকা নিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়ে দিল। তবে ধারনা করা হচ্ছে, এরইমধ্যে নায়িকা নির্বাচন করা হয়ে গেছে। ছবি নিয়ে আলোচনা বাড়ানোর জন্যই এমন চোর–পুলিশ খেলছেন ছবি সংশ্লিষ্টরা।

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম


আরও পড়ুন :

.   সা রে গা মা পা: কোনো নির্দিষ্ট প্রতিযোগির জন্য টিআরপি বাড়ে না

.   ‘প্রেমের স্বীকারোক্তি’ দিলেন মালাইকা আরোরা

.   রসিক শাকিবের মন বাঁধলেন ফারিয়া


পাসওয়ার্ড মালেক আফসারি মোহাম্মদ ইকবাল লাকি শাকিব খান

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর