প্রথমবার একসঙ্গে সাবিলা নূর-ইয়াশ রোহান
২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন হালের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী সাবিলা নূর ও ইয়াশ রোহান। অসংখ্য নাটকে অভিনয় করে সাবিলা অনেক আগেই নিজের নামটি পরিচিত করে ফেলেছেন। অন্যদিকে ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সবার নজরে এসেছেন ইয়াশ। এখন তিনি নিয়ামত অভিনয় করছেন নাটক ও অয়েব সিরিজে।
এবার এই দুই শিল্পী একসঙ্গে অভিনয় করেছেন, তবে কোনো নাটক বা সিনেমায় নয়। তারা অভিনয় করেছেন মিউজিক ভিডিওতে।
আরও পড়ুন : হিন্দি ছবির দাপটের মুখে জয়া ও আরিফিন শুভ
ভিন্নধারার গায়কীর জন্য পরিচিতি পেয়েছেন এলিটা করিম। অন্যদিকে, ডি-করস্টার শুভ’র ও রয়েছে আলাদা জনপ্রিয়তা। এই দুই শিল্পীকে এবার পাওয়া গেলো একসঙ্গে, একই গানে। তাদের দ্বৈত গানের নাম ‘এই তুমি সেই তুমি’।
প্যাকআপ ফিল্মস এর ব্যনারে গানটির ভিডিও নির্মাণ করেছেন আশফাক নিপুন। আর এই মিউজিক ভিডিওতেই মডেল হিসেবে অভিনয় করেছেন সাবিলা নূর এবং ইয়াস রোহান। আছে এলিটা এবং শুভ’র উপস্থিতিও।
দ্বৈত রোমান্টিক কথার মেলো-রক এই গানটি লিখেছেন রাসেল মাহমুদ আর সুর ও সংগীতায়োজনে ছিলেন মার্ক ডন।
‘এই তুমি সেই তুমি’ প্রসঙ্গে এলিটা বলেন, ‘গানটির মধ্যে এক ধরনের স্মৃতিকাতরতা আছে। কথা-সুর-সংগীত মিলিয়ে একটা বর্তমান ও ফেলে আসা সুখের আভাস পাওয়া যায়। ধারণা ভুল না হলে গানটি শুনে বাংলা গানের নিখাদ শ্রোতারা স্বস্তি পাবেন।’
শুভ বলেন, ‘এলিটার সঙ্গে কাজ করাটা বেশ আনন্দের। কারণ তিনি গানটা ভালো বোঝেন। তবে তার সহশিল্পী হিসেবে গাওয়া বেশ চ্যালেঞ্জিং। তার যে কণ্ঠ এবং গায়কী সেটা অদ্বিতীয়। তাই আমি আমার গায়কীতে ভালো করার চেষ্টা করেছি সাধ্যমতো। বাকিটা শ্রোতাদের বিবেচনা।’
গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে গানটি।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
. কলকাতায় নির্বাচন করবেন হেমা মালিনী!
. ১৯ বছর পর সালমান-বানসালী
. প্রথমবারের মতো নাম ভূমিকায় তিশা