Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজে অভিনেতা হিসেবে পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প


২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০০

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।  

অস্কারের আসর বসার আগেই শুক্রবার বসেছিল ৩৯তম গোল্ডেন রাস্পবেরি বা রেজি অ্যাওয়ার্ডের আসর। অস্কারে যেমন চলচ্চিত্র অঙ্গনের সেরাদের পুরস্কৃত করা হয়, রেজি পুরস্কারে তেমনি বাজে নির্মাণ ও বাজে অভিনয়শিল্পীদের পুরস্কৃত করা হয়। ১৯৮১ সাল থেকে প্রচলিত আছে এই পুরস্কার।

রেজি পুরস্কারের এবারের আসরে বাজে অভিনেতা হিসেবে সেরা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাইকেল মুরের সর্বশেষ ডকুমেন্টারি ‘ফারেনহাইট ১১/৯’ এবং দীনেশ ডি’সুজার ‘ডেথ অফ আ নেশন’ তথ্যচিত্রের জন্য বাজে অভিনেতার রেজি জেতেন ট্রাম্প। শুধু তাই নয়, এ বছরের সবচেয়ে বাজে পর্দাজুটির পুরস্কারটি পেয়েছেন ট্রাম্প।


আরও পড়ুন :  ‘তান্ত্রিক’ নয়, ‘ভূত পুলিশ’এ সাইফ-সানা


‘ফারেনহাইট ১১/৯’ ছবির জন্য কেলিয়েন কনওয়ে বাজে পার্শ্ব চরিত্রের অভিনেত্রীর তকমা পেয়েছেন।

এদিকে, রেজিতে এ বছরের সবচেয়ে বাজে সিনেমা হিসেবে সেরা হয়েছে ‘হোমস অ্যান্ড ওয়াটসন’ ছবিটি। এই ছবিটি বাজে পরিচালক, বাজে নির্মাণ, বাজে সিক্যুয়ালের তকমাও পেয়েছে। এই ছবিতে অভিনয় করে সহ অভিনেতা হিসেবে জন রেইলি পেয়েছেন রেজি পুরস্কার।

বছরের আলোচিত সিনেমা ‘ফিফটি শেডস অফ ফ্রিড সবচেয়ে বাজে চিত্রনাট্যের স্বীকৃতি পেয়েছে। গেল বছরে ফিফটি শেডস অফ ডার্কার ছবিটিও রেজি দুটো পুরস্কার জিতেছিল।

সবাইকে চমকে দিয়ে রেজি অ্যাওয়ার্ডে চলে এসেছে মেলিসা ম্যাককার্থির নাম। তিনি হয়েছেন বছরের সেরা বাজে অভিনেত্রী। যিনি কি না ৯১তম অস্কারে মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে।

মেলিসা ম্যাককার্থি সবচেয়ে বাজে অভিনেত্রী হয়েছেন ‘দ্য হ্যাপিটাইমস মার্ডারস’ এবং ‘লাইফ অব দ্য পার্টি’ ছবিতে অভিনয়ের জন্য। এছাড়াও মেলিসা পেয়েছেন রেজি রিডিমার অ্যাওয়ার্ড। ‘ক্যান ইউ এভার ফরগিভ মি?’ ছবির জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। একই ছবির জন্যই মেলিসা পেয়েছেন অস্কারের সেরা অভিনেত্রীর মনোনয়ন।

বিজ্ঞাপন

প্রতিবছর দশটি বিভাগে দেয়া হয় এই পুরস্কার।

সারাবাংলা/টিএস/পিএ


আরও পড়ুন :

.   অভিনয় শিল্পী সংঘে নির্বাচনী তোড়জোড়

.   প্রথমবার একসঙ্গে সাবিলা নূর-ইয়াশ রোহান

.   হিন্দি ছবির দাপটের মুখে জয়া ও আরিফিন শুভ

.   কলকাতায় নির্বাচন করবেন হেমা মালিনী!

.   ১৯ বছর পর সালমান-বানসালী

.   প্রথমবারের মতো নাম ভূমিকায় তিশা


ডেথ অফ আ নেশন ডোনাল্ড ট্রাম্প ফারেনহাইট ১১/৯ হোমস এন্ড ওয়াটসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর