ঘুচলো দেড় যুগের দূরত্ব
১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
কন্ঠশিল্পী আসিফ আকবরের আজকের আসিফ হওয়ার পেছনে একটি নাম জড়িয়ে আছে। হুম, বলা হচ্ছে গীতিকার ও সুরকার ইথুন বাবুর কথা। ২০০১ সালে যে ‘ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়’ গানটি দিয়ে আসিফ পুরো দেশের সব শ্রোতার নজর কাড়েন সেই গানের গীতিকার আর সুরকার ছিলেন ইথুন বাবু।
আরও পড়ুন : ক্যামেরার ভুল অ্যাঙ্গেল ও প্রিয়াঙ্কার মা হওয়ার গুঞ্জন
কিন্তু এই গানের পরে আর একসঙ্গে কাজ করেননি দুর্দান্ত জনপ্রিয়তা পাওয়া আসিফ-ইথুন জুটি। হয়তো অভিমান। কিংবা থাকতে পারে আরও কোনও গল্প। কিন্তু সেইসব ভাঙনের গল্প পেরিয়ে নতুন গল্প রচিত হয়েছে। দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় পর আবারও একসঙ্গে কাজ করছেন এই দুইজন। ইথুন বাবুর কথা, সুর আর সঙ্গীতায়োজনে করেছেন নতুন গান। গানের শিরোনাম ‘চুপচাপ কষ্টগুলো’। গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’।
নতুন এই গানকে ঘিরে নির্মাণ করা হয়েছে ভিডিওচিত্রও। যার নির্দেশনা দিয়েছেন ইথুন বাবু। গানের ভিডিওতে আসিফের সঙ্গে জুটি বেঁধেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিল।
দেড় যুগ পরে আবার একসঙ্গে হওয়া। কেমন লাগছে?
এমন প্রশ্নের জবাবে আসিফ-ইথুন দুজনেই বললেন দীর্ঘদিনের অভিমানের বরফ গলার কথা। বললেন তারা দুই ভাই ভবিষ্যতে আরও অনেক কাজ করবেন।
‘চুপচাপ কষ্টগুলো’ আসছে ২৪ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
. অবশেষে বলিউডে নিষিদ্ধ হলেন পাকিস্তানি শিল্পীরা
. প্রিয়াঙ্কায় বিস্মিত কারিনা
আরও দেখুন :
ফাগুন হাওয়ায় ।। বিহাইন্ড দ্য সিন ।। ভিডিও স্টোরি
অভিমান আসিফ আকবর ইথুন বাবু চুপচাপ কষ্টগুলো দূরত্ব ধ্রুব মিউজিক স্টেশন নতুন গান