ইন্টারনেটে অপেশাদার ভিডিও, মুচলেকায় মুক্তি পেলেন সানাই
১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৬ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
চিত্রনায়িকা সানাই মাহবুব প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভিডিও প্রকাশ করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে আসছিলেন। সেসব ভিডিওর বেশির ভাগই অশ্লীলতার দায়ে অভিযুক্ত। সেই অভিযোগের জেরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
রোববার (১৭ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে আসা হয়। ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন : বলিউডে পাকিস্তানি সংগীতশিল্পীরা বিপাকে
নাজমুল ইসলাম বলেন, ‘ইন্টারনেটে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে। বিকেল তিনটার মগবাজারের বাসা থেকে তাকে আটক করে।’
পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেন সানাই। তারপর ডিবি কার্যালয়ে বসে নিজের অফিসিয়াল ফেসবুক পাতা থেকে লাইভে এসে কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরণের ভিডিও প্রচার না করারও অঙ্গীকার করেন তিনি। একইসঙ্গে তার ফেসবুক পেজে আগের যেসব ভিডিও আছে তা মুছে ফেলার ঘোষণা দেন।
ভিডিও বার্তায় সানাই বলেন, ‘আমার কাজের জন্য সবাই কাছে ক্ষমা চাচ্ছি। আমার সমালোচিত ভিডিওগুলো কোনো বিশেষ উদ্দেশ্য বা আর্থিক লাভের জন্য করিনি। তদুপরি অদ্য সাইবার ক্রাইম ইউনিটে এসে এটা আমার বিশেষভাবে অনুধাবন হয়েছে যে, এই কনটেন্টগুলো দেখে কোনো কোনো শ্রেনীর মানুষ- বিশেষ করে শিশুরা, যারা ১৮ বছরের নীচে; তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। ওইসব ভিডিওধারণ করা আমার ভুল ছিল।’
ভবিষ্যতে আর এ ধরণের কাজ করবেন না জানিয়ে সানাই আরও বলেন, ‘আমি এদেশের নগরিক হিসেবে সুস্থ সংস্কৃতি বিকাশে আইন মেনে চলে একজন ভালো শিল্পী হতে চাই। আমার ইতোপূর্বে করা একক বা যৌথভাবে করা বিব্রতকর ছবি বা ভিডিওর জন্য আন্তরিকভাবে দুঃখিত! ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকব। আমার নিয়ন্ত্রণে থাকা সব প্রোফাইল থেকে এ ধরনের কনটেন্ট মুছে ফেলব।’
এর আগে গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ সুপ্রিম কোটের আইনজীবি অ্যাডভোকেট ডিএই দিপু উকিল নোটিশ পাঠিয়েছিলেন সানাইয়ের বাসায়। উকিল নোটিশে সানাইয়ের অশালীন পোস্ট সরিয়ে নিতে বলা হয়েছিল।
সানাই নির্মাতা গাজী মাহবুব এর ‘ভালোবাসা ২৪×৭’ সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। এর আগে ফ্যাশন, মডেলিং করতেন।
পুলিশি হেফাজতে সানাইয়ের ফেসবুক লাইভ:
https://www.facebook.com/sanayeeofficial/videos/353848345223412/
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. দর্শক চাইলে বদলাতে পারবেন ছবির গল্প!
. নিজের সুরে গাইলেন রুনা লায়লা
. মান্না নেই ১১ বছর
. ‘ফাগুন হাওয়ায়’- এর বিশেষ প্রদর্শনী
. বাজার গরম করে দিয়েছে ‘গলিবয়’
. সম্প্রচার করা হবে অস্কার পুরস্কারের পুরো অনুষ্ঠান
আরও দেখুন :
ফাগুন হাওয়ায় ।। বিহাইন্ড দ্য সিন ।। ভিডিও স্টোরি