প্রাক্তনকে এখনও ভালোবাসেন আলিয়া!
১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩১
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
সিদ্ধার্থ মালহোত্রের সঙ্গে আলিয়া ভাটের প্রেম এখন অতীত। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির এই জুটির প্রেম ভেঙে গেছে অনেকদিনই হলো। আলিয়া এখন মজে আছেন রণবীর কাপুরের প্রেমে। কিন্তু এখনও নাকি সিদ্ধার্থর প্রতি ভালোবাসা আছে আলিয়ার। এমনটাই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : সারা’র নতুন শুরু
সম্প্রতি এক সাক্ষাতকারে পুরনো প্রেম নিয়ে মুখ খুলেছেন আলিয়া। তিনি জানিয়েছেন, সিডের প্রতি নাকি এখনও তার ভালোবাসা আর শ্রদ্ধা দুটোই বহাল আছে। কারণ তাদের দুজনের অনেক মধুর স্মৃতি আছে। আর জীবনের বহু মাইলস্টোন একসঙ্গে পেরিয়েছেন তারা। ফলে সিডের সম্পর্কে কোনও খারাপ ধারণা তিনি পোষন করেন না। একইভাবে আলিয়া মনে করেন, সিদ্ধার্থও নিশ্চয়ই তার সম্পর্কে খারাপ কিছু ভাবেনা। আলিয়া স্বীকার করেছেন, ব্রেকআপের পরও তার এবং সিদ্ধার্থর মধ্যে বন্ধুত্ব অটুট আছে।
এদিকে কিছুদিন আগে সিদ্ধার্থও একইরকম কথা বলেছিলেন। ‘আলিয়ার সঙ্গে ডেট করার বহু আগে থেকেই ওকে চিনতাম আমি। এমন নয় যে, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড হিসেবিই আমাদের দুজনের প্রথম আলাপ। এখন সম্পর্কটা নেই। কিন্তু আমাদের মধ্যে কোনও তিক্ততাও নেই। যদিও সম্পর্ক শেষ হবার পরে আমাদের আর দেখা হয়নি।’
২০১২-এ করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে যাত্রা শুরু করেন আলিয়া আর সিদ্ধার্থ। তারপর প্রেম। কিন্তু বর্তমানে দু’জনার পথ দুদিকে।
বিদেশি পত্রিকা অবলম্বনে
সারাবাংলা/পিএম
আরও পড়ুন : বিয়ে করার মতো বড় হননি পরী!
আরও দেখুন :
ফাগুন হাওয়ায় ।। বিহাইন্ড দ্য সিন ।। ভিডিও স্টোরি