ভালোবাসা দিবসে মঞ্চে উঠবে মাইলস ও আর্ক
১১ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ডদল ‘মাইলস’ এখনো দাপিয়ে বেড়ায় মঞ্চ। বিভিন্ন বিশেষ দিবসে গিটার-কিবোর্ড হাতে দেখা মেলে শাফিন-হামিন-মানামের। মধ্যরাতের টেলিভিশন পর্দা থেকেও শোনা যায় তাদের গলা। সেই তুলনায় ‘আর্ক’ ব্যান্ডকে তেমন একটা পায়না শ্রোতারা। তবে এবার ‘আর্ক’ ও ‘মাইলস’ একসঙ্গে উঠতে যাচ্ছে মঞ্চে।
আরও পড়ুন : দুর্ঘটনায় আহত ফেরদৌস-পূর্ণিমা
ভালবাসা দিবসে [১৪ ফেব্রুয়ারি] রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে পারফর্ম করবে ‘মাইলস’ এবং ‘আর্ক’। মাইলস-এর হয়ে হামিন আহমেদ সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্টে সন্ধ্যার পর স্টেজে উঠবে এই দুই ব্যান্ডদল। গাইবে রাত দশটা পর্যন্ত।
কনসার্টের আয়োজন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন। যেখানে ‘মাইলস’ এবং ‘আর্ক’ ছাড়াও রাজশাহীর স্থানীয় ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনেকগুলো ব্যান্ড পারফর্ম করবে।
সারাবাংলা/টিএস/পিএম
আরও পড়ুন :
. সনি হল হচ্ছে সিনেপ্লেক্স
. এবার নেটফ্লিক্সে ‘কমলা রকেট’
. মাধুরী বললেন, শ্রীদেবীর জায়গায় নিজেকে মেনে নেয়া কঠিন
. ব্র্যাড পিটকে ঐশ্বরিয়ার না!