মাধুরী বললেন, শ্রীদেবীর জায়গায় নিজেকে মেনে নেয়া কঠিন
১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৬ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
সময় থেমে থাকে না। শ্রীদেবী নেই বছর হতে চললো। সময় যেমন থেমে থাকেনা তেমনি থেমে থাকেনা কাজও। মৃত্যুর আগে ‘কলঙ্ক’ নামে একটি ছবি শ্রীদেবীর হাতে ছিল। অভিষেক বর্মণ পরিচালিত ছবিটি শেষ করার আগেই মারা যান তিনি। শ্রীদেবীর মৃত্যুর পর তার জায়গায় ছবিটিতে নেয়া হয় মাধুরী দীক্ষিতকে। কিন্তু শ্রীদেবীর স্থলে কাজ করাটা ভীষণ কঠিন ছিল মাধুরীর জন্য, এমনটাই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : ব্র্যাড পিটকে ঐশ্বরিয়ার না!
সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন মাধুরী। তিনি বলেন, ‘আমার কাছে যখন ছবিটি করার প্রস্তাব আসে তখন আমি বেশ বিমূঢ় হয়ে পড়ি। একজন অভিনেত্রী হিসেবে আমি চিত্রনাট্য জানি, চরিত্র জানি। কিন্তু মানুষ হিসেবে গোটা বিষয়টা সামলানো আমার জন্য খুব কঠিন ছিল। আসলে সত্যটা মেনে নেওয়া অনেক কঠিন।’
তবে ‘কলঙ্ক’ ছবিতে শ্রীদেবীর জায়গায় মাধুরীর অভিনয় করাকে স্বাগত জানিয়েছে শ্রীদেবীর পরিবার। শ্রীদেবীর মেয়ে সদ্য বলিউডে পা রাখা জাহ্নবী এ নিয়ে পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে নিজের মা আর মাধুরীর ছবি একসঙ্গে দিয়ে তিনি লিখেছেন, ‘অভিষেক বর্মণের পরের ছবিটা মায়ের হৃদয়ের খুব কাছের ছিল। মাধুরীজি এই ছবিটার সঙ্গে যুক্ত হলেন। আমরা খুশি। আমাদের পুরো পরিবার তার কাছে কৃতজ্ঞ।’
বিদেশি পত্রিকা অবলম্বনে
সারাবাংলা/পিএম
আরও পড়ুন : কলকাতার হইচই-এ বাংলাদেশি ছয় তারকার ওয়েব ছবি
অভিষেক বর্মণ কলঙ্ক জাহ্নবী কাপুর মাধুরী দীক্ষিত মৃত্যু শ্রীদেবী