খাঁটি প্রেমিক হবেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী
৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২৯ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪১
এন্টারটেইনমেন্ট ডেস্ক।।
অভিনয় এবং নওয়াজ উদ্দিন সিদ্দিকী- যেন একে অন্যের পরিপূরক। অসাধারণ সব চরিত্রে অভিনয় করে তিনি বলিউড পাড়ায় পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘ঠাকরে’-তে অনবদ্য অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন আবারও। এর আগে ‘মান্টো’ ছবিতেও একইভাবে মাত করেছেন নওয়াজ।
এবার এই সব্যসাচী অভিনেতাকে দেখা যাবে খাঁটি প্রেমিক হিসেবে। রাজেশ ভাটিয়া ও কিরণ ভাটিয়া প্রযোজিত ‘বলে চুড়িয়া’ ছবিতে তাকে প্রেমিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।
আরও পড়ুন : ক্যান্সার চিকিৎসার মধ্যেই ফিরলেন শুটিংয়ে
এর আগে একই প্রযোজকের ‘মতিচুর’ ছবিতে অভিনয় করেছিন নওয়াজ উদ্দিন সিদ্দিকী। প্রযোজক রাজেশ ভাটিয়া জানিয়েছেন, চলতি বছরের মে মাসের ১ তারিখে ছবির কাজ শুরু হয়ে শেষ হবে ২০ জুন। টানা ৪৫ দিন শুটিং করা হবে। এর মধ্যেই ছবির কাজ শেষ হয়ে যাবে।
এ বছরের অক্টোবরে ‘বলে চুড়িয়া’ মুক্তি দেয়ার ব্যাপারে আশাবাদী রাজেশ ভাটিয়া। ছবিতে নওয়াজ উদ্দিন সিদ্দিকীর বিপরীতে কে অভিনয় করবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রযোজক ইঙ্গিত দিয়েছেন নতুন কোন অভিনেত্রীকে দেখা যেতে পারে।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. তারকাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন আসিফ আকবর টিম
. নাগরিক প্রেমের আখ্যান নিয়ে মিউজিক্যাল ফিল্ম ‘এমন মানুষ’
. চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিতরা দায়িত্ব নিলেন
. রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি
. আলাউদ্দিন আলীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান