অ্যাঞ্জেলিনা জোলি আসছেন ঢাকায়!
৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১৮ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ঢাকায় আসছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তবে অভিনয় কিংবা পণ্যের প্রচারণার জন্য নয়, পশ্চিমের অসম্ভব জনপ্রিয় এই শোবিজ তারকা বাংলাদেশে আসছেন রোহিঙ্গা শরনার্থীদের বর্তমান অবস্থা দেখতে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষ দূত হয়ে ফেব্রুয়ারি মাসের যেকোনো একদিন ঢাকায় আসবেন জোলি।
নাম প্রকাশ না করার শর্তে ইউএনএইচসিআর-এর এক কর্মকর্তা সারাবাংলাকে বলেছেন, ‘এ মাসেই হয়তো ঢাকায় নামবেন জোলি। এরকমই কথা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে জোলির আগমনের তারিখটি আমরা এখনই প্রকাশ করতে চাচ্ছি না। জোলি অনেক বড় তারকা। তাই তিনি যখন ঢাকায় নামবেন তখনই আমরা নিশ্চিত করবো যে জোলি বাংলাদেশে এসেছেন। এর আগে নয়।’
আরও পড়ুন : ’পরম’ নির্ভর আনুশকা
২০১৭ সালেও বাংলাদেশে আসতে চেয়েছিলেন জোলি। নিরাপত্তার কারণে তখন তিনি আসতে পারেননি। এরপর ২০১৮ সালের অক্টোবরেও আরেক দফা বাতিল হয়েছে তার বাংলাদেশ সফর। তাই চূড়ান্ত কথা দেওয়া হলেও ইউএনএইচসিআর কর্মকর্তারা জোলির আগমনের খবরটি কৌশলে গোপন রাখতে চাচ্ছেন।
এই দশকের শুরু থেকেই মিয়ানমারের রাখাইন অঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠির উপর গণহত্যা শুরু করে দেশটির সেনাবাহিনী। ২০১৬ সালে সেটি আরও তীব্র হয়। ফলে দশ লাখেরও বেশি রোহিঙ্গা হত্যা, ধর্ষণ, নির্যাতন থেকে বাঁচতে শরনার্থী হিসেবে বাংলাদেশের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় আশ্রয়গ্রহণ করে।
জোলির আগে, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও রোহিঙ্গা শিবির দেখতে বাংলাদেশে এসেছিলেন। গেলো বছরের মে মাসে জাতিসংঘের শিশু তহবিল [ইউনিসেফ] এর শুভেচ্ছাদূত হয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা। এছাড়াও হ্যারি পটার তারকা এমা ওয়াটসন ২০১০ সালে একবার বাংলাদেশে এসেছেন। তবে তিনি এসেছিলেন পোশাক তৈরির প্রতিষ্ঠান ‘পিপল ট্রি’র মুখপাত্র হয়ে।
সারাবাংলা/টিএস/পিএম
আরও পড়ুন :
. এবার চেন্নাইয়ের পথে ‘ইতি, তোমারই ঢাকা’
. শতক হাঁকানো নতুন তারকা
. আলিয়ার বাড়ি সাজালেন গৌরি খান
অ্যাঞ্জেলিনা জোলি ইউএনএইচসিআর এমা ওয়াটসন প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গা রোহিঙ্গা সংকট