আলিয়ার বাড়ি সাজালেন গৌরি খান
৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১৯ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩০
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
কদিন আগেই নতুন ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। প্রেমিক রণবীর কাপুরের আরও কাছাকাছি থাকতেই পনেরো কোটি টাকা খরচা করে ফ্ল্যাটটি কিনেছেন এই নায়িকা। বাড়ির নাম রেখেছেন ‘চলতি কা নাম বাড়ি’। কিন্তু বাড়ি কিনলেই তো হবে না, তার সাজসজ্জাও তো লাগবে। তাই বাড়ি সাজাতে বলিউডের নামজাদা নকশাকার গৌরি খানের শরনাপন্ন হয়েছেন আলিয়া।
আলিয়া ভাটের ‘চলতি কা নাম বাড়ি’ সাজিয়ে দিয়েছেন শাহরুখ খান পত্নী গৌরি। এরপর নিজের ইনস্টাগ্রাম আইডিতে আলিয়ার বাসার বিভিন্ন অংশের ছবিও শেয়ার করেছেন গৌরি খান। ভাটকন্যাকে মেনশন করে তিনি লিখেছেন, ‘তোমার চলমান বাড়ি সাজাতে গিয়ে মজা পেয়েছি।’
আরও পড়ুন : গোয়া থেকে যাত্রা শুরু ‘সূর্যবংশী’র
ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, ২৩০০ স্কোয়ার ফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন আলিয়া। তবে বাড়িটির যা দাম হওয়া উচিত, আলিয়া তার প্রায় দ্বিগুণ টাকা খরচ করেছেন সেটা কেনার জন্য। এখন আবার বাড়িটিকে রাজকীয় কায়দায় সাজাতেও ঢালছেন অঢেল টাকা।
ইনস্টাগ্রামে ‘চলতি কা নাম বাড়ি’র যে ছবিগুলো শেয়ার করেছেন আলিয়া তা দেখে সকলেই মুগ্ধ! আলিয়া লিখেছেন, ‘আমার বাড়ির কয়েক ঝলক দেখুন।’ একই ছবি শেয়ার করেছেন গৌরি খানও। আলিয়ার প্রশংসা করে শাহরুখপত্নী লিখেছেন, ‘তোমার বাড়ি সাজিয়ে তুলতে গিয়ে অসম্ভব আনন্দ পেয়েছি। দেখুন আমার কাজটি।’
শুধুমাত্র আলিয়া ভাটের বাড়ি নয়, গৌরী খান বলিউডের অসংখ্য অভিনেতা ও অভিনেত্রীর বাড়ি সাজিয়েছেন। সেই তালিকায় রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্দেজ, রণবীর কাপুর, করণ জোহর। ‘গৌরি খানস ডিজাইনস’ নামে একটি দোকানও রয়েছে গৌরির।
প্রসঙ্গত, এই ভালবাসা দিবসেই মুক্তি পেতে যাচ্ছে আলিয়ার ‘গলি বয়’ ছবিটি। জয়া আখতারের পরিচালনায় ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন রণবীর সিং। এছাড়াও চলতি বছরে রণবীর কাপুরের বিপরীতে ‘ব্রহ্মাস্ত্র’, বরুণ ধাওয়ানের বিপরীতে ‘কলঙ্ক’ এবং করণ জোহরের পরিচালনায় ‘তখত’ ছবিতে আলিয়া ভাটের অভিনয় দেখতে পাবেন দর্শক।
সারাবাংলা/টিএস/পিএম
https://www.instagram.com/p/BtXaoIMnteV/
আরও পড়ুন : মেঘলার আকাশে ঝলমলে রোদ, প্রশংসিত তার তেলেগু ছবি