Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢালিউডে নতুন জুটি: নায়ক ঢাকার, নায়িকা কলকাতার


২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৪ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৪

শান্ত খান ও নেহা আমান দ্বীপ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ‌‌‘প্রেমচোর’ নামে নতুন একটি ছবি প্রযোজনা করতে যাচ্ছে। এই ছবিতে অভিনয় করবেন সম্পূর্ণ নতুন এক জুটি। জুটি গড়া হয়েছে বাংলাদেশ আর কলকাতা মিলে। ছবির নায়ক বাংলাদেশের ছেলে শান্ত খান আর নায়িকা কলকাতার অভিনেত্রী নেহা আমান দ্বীপ।

নেহা আমান দ্বীপ পশ্চিমবাংলার টেলিভিশন সিরিয়ালের অভিনেত্রী। জি বাংলার জনপ্রিয় ‘স্ত্রী’ সিরিয়ালে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে শান্ত খান একেবারেই নতুন মুখ। ‘প্রেমচোর’ ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।


আরও পড়ুন :  জাতীয় বাজেটে চলচ্চিত্রে গুরুত্ব দিলো ভারত


সেলিম খান বলেন, ‘আমার প্রতিষ্ঠানের নতুন ছবিতে নতুন জুটি উপহার দিতে যাচ্ছি। ছবিতে বাংলাদেশর নায়ক ও কলকাতার নায়িকা থাকছেন। তবে এটি যৌথ প্রযোজনার ছবি নয়। সম্পূর্ণ দেশিয় ছবি। সবকিছু গুছিয়ে এনেছি আমরা। খুব শিগগির মহরত অনুষ্ঠিত হবে।’

মহরত অনুষ্ঠানের তারিখ জানতে চাইলে তিনি বলেন, ‘ফ্রেব্রুয়ারির ১৪ তারিখ একটি অভিজাত রেস্তোঁরায় মহরত হবে। মহরতে সুপারস্টার শাকিব খানও উপস্থিত থাকবেন।’

মহরতে শাকিব খান কেনো? নতুন জুটিকে আশীর্বাদ জানাতে আসবেন নাকি তিনিও এই ছবিতে অভিনয় করবেন? এমন প্রশ্নের উত্তরে সেলিম খান হাসেন। ‘এখনই কিছু বলতে চাইছি না। তবে চমক আছে। চমকটা কি সেটা মহরতের দিন জানতে পারবেন।’

জানা গেছে ‘প্রেমচোর’ হবে রোমান্টিক ঘরানার ছবি। শুটিং শেষে এ বছরই ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানের।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/টিএস/পিএম


আরও পড়ুন :  চলচ্চিত্রাঙ্গনের অবস্থা এমনই হবার কথা ছিল


নেহা আমান দ্বীপ প্রেমচোর শান্ত খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর