মুক্তির অনুমতি পেলো ‘যদি একদিন’
১ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
সেন্সর ছাড়পত্র পেলো ‘যদি একদিন’ চলচ্চিত্র। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কতৃপক্ষ বিনা কর্তনে ছবিটিকে ছাড়পত্র দিয়েছে। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছে ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
রাজ বলেন, ‘আমার পরিচালিত ৫ম ছবি এটি (যদি একদিন)। সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যরা ছবিটি দেখেছেন। প্রশংসাও করেছেন। কোনরকম অবজেকশন নেই তাদের ছবিটি নিয়ে। তাই বিনা কর্তনে সেন্সর সার্টিফিকেট দিয়েছেন তারা।’
এদিকে মুক্তির তারিখ নির্দিষ্ট করে বলতে পারেননি পরিচালক। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার সাথে আলোচনা করে মুক্তির তারিখ নির্ধারিত হবে।
এই ছবিতে অভিনয় করেছেন তাহসান, তাসকিন রহমান এবং কলকাতার লাস্যময়ী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন রাইসা। তাকে নিয়েই ছবির কাহিনী আবর্তিত হয়েছে।
সারাবাংলা/আরএসও/
তাসকিন রহমান তাহসান মুহাম্মদ মোস্তফা কামাল রাজ যদি একদিন রাইসা শ্রাবন্তী চ্যাটার্জী