Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তি পাচ্ছে আরজু-পরী মনির প্রতীক্ষিত ছবি


২৯ জানুয়ারি ২০১৯ ১২:২৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১৩:৩৯

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

অবশেষে সিকে ছিড়তে যাচ্ছে কায়েস আরজু ও পরী মনি অভিনীত ‘আমার প্রেমে আমার প্রিয়া’ ছবির। আগে কয়েক দফা মুক্তির কথা শোনা গেলেও অভ্যন্তরীন জটিলতার কারণে মুক্তি পায়নি ছবিটি। তবে এবার সব ঠিকঠাক থাকলে আসছে ফ্রেব্রুয়ারির ৮ তারিখে মুক্তি পাচ্ছে মিষ্টি প্রেমের এই ছবি।


আরও পড়ুন :  এবার বরুণের বধূবরণ!


ছবি প্রসঙ্গে সারাবাংলাকে কায়েস আরজু বলেন, ‘অনেক দিন ধরেই সিনেমাটি মুক্তি পাওয়া না পাওয়া নিয়ে জটিলতায় চলছিল। সত্যি কথা বলতে আমি একটু হতাশই ছিলাম। তবে ধৈর্য্য ধরেছি। এতদিন পর ছবিটি মুক্তি পাচ্ছে, এটা আমার জন্য ভালো খবর। দর্শক ভালো একটি প্রেমের ছবি দেখবে পাবে।’

ছবিটি পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। পরিচালক মারফত জানা গেছে, ছবিটি ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনােআছে। প্রেক্ষাগৃহের তালিকা মুক্তির আগেই জানিয়ে দেয়া হবে বলে জানান পরিচালক।

‘আমার প্রেমে আমার প্রিয়া’ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন। ছবিটি প্রযোজনা করেছেন মোজাম্মেল হক খান। ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে হার্টবিট কথাচিত্র।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :  আভাস ব্যান্ডের সেল্ফ টাইটেল গান


আমার প্রেম আমার প্রিয়া কায়েস আরজু পরী মনি মুক্তি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর