Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন গুণীকে শ্রদ্ধা জানিয়ে তারকাদের ব্যাডমিন্টন লীগ


২৮ জানুয়ারি ২০১৯ ১৪:০১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ১৪:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

এফডিসিতি শুরু হয়েছে সেলিব্রেটি ব্যাডমিন্টন লীগ (সিবিএল)। প্রতিযোগিতায় লড়ছে ১২ টি দল। তাদের  ‘সাম্পান’ ও ‘পানসি’ দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ১২ দলের হয়ে লড়ছেন গায়ক আসিফ আকবর, ক্লোজ আপ ওয়ান তারকা লিজা, নিরব, ডন, আনিসুর রহমান মিলন, ইমন, বাপ্পী চৌধুরী, তৌসিফ মাহবুব, আব্দুল আজিজ, সালমান মুক্তাদির, শওকত আলী ইমন, তানভীর তারেকসহ অনেকে।

রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, পরিচালক শাহীন সুমন, শাহীন কবির টুটুল, অপূর্ব রানা এবং আয়োজনের তত্ত্বাবধায়ক মইনুল হক রোজ।

বিজ্ঞাপন

৩ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় ব্যাডমিন্টন হাতে ব্যাডমিন্টন কোর্টে দাঁড়াবেন তারকারা।

এই আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে সদ্য প্রয়াত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে, এমনটাই জানিয়েছেন আয়োজকরা।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আরো