Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তবে কি পুরনো পথেই হাঁটছেন রণবীর?


২৮ জানুয়ারি ২০১৯ ১১:৩৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিশ্ব প্রেমিক হিসেবে তার সুনাম আছে। বলা হয়ে থাকে, পোশাক বদলানোর মতোই নাকি প্রেমিকা বদল করেন তিনি। বলিউডে পা রাখার পর একে একে বদলিয়েছেন অনেক প্রেমিকা। পাঠকরা বুঝতে পারছেন নিশ্চয়ই কার কথা বলা হচ্ছে? হুম, রণবীর কাপুর।

দীপিকা পাডুকোন আর ক্যাটরিনা কাইফ হয়ে রণবীর সবশেষ মজেছিলেন ভাট কন্যা আলিয়ার প্রেমে। মাত্রই ক’দিন আগে খবর বেরিয়েছিল আলিয়ার সঙ্গেই শেষমেষ গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন রণবীর কাপুর। রণবীরের অসুস্থ বাবা ঋষি কাপুর চিকিৎসা শেষে দেশে ফেরার পরই হওয়ার কথা ছিল সেই আনুষ্ঠানিকতা।

কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্নকথা। আলিয়াতেও নাকি ঠিক মন টিকছে না রণবীরের। রণবীর-আলিয়া সম্পর্কেও নাকি শেষ সময় ঘনিয়ে এসেছে।

রণবীরের ওই এক বদভ্যাস। প্রেমিকাদের বেলায় বরাবরই তিনি উদাসীন। অন্যদিকে আলিয়া চান সবটা প্রেমিকের সঙ্গে ভাগ করে নিতে। ঝামেলার সূত্রপাত এখান থেকেই। তাই রণবার চাইছেন না সম্পর্কটা বাগদান পর্যন্ত যাক। সব মিলিয়ে আলিয়াও রণবীরের উপর বেশ বিরক্ত।

তবে চূড়ান্ত কথা এখনই বলে দেয়া যাচ্ছেনা। পুরো ব্যাপারটা এখনও ফিসফাস পর্যায়ে আছে। তবে রণবীরের যা স্বভাব তাতে তার ওপর ভরসা করার লোক পাওয়া মুশকিলই বটে।

বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম

আলিয়া ভাট ঋষি কাপুর গুজব প্রেম বিশ্ব প্রেমিক ভাঙ্গন রণবীর কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর