Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তার নেই কোনো জাতি-ধর্ম-বর্ণ


২৫ জানুয়ারি ২০১৯ ১৩:২২

সালমান খান ভারত

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

পরিচয় তার জানা নেই। তবে তিনি মুখে বলছেন, তার নেই কোনো জাতি-ধর্ম-বর্ণ। তিনি সবার, সবখানের, সমসময়ের। আর তিনি হলেন ‘ভারত’।

‘ভারত’ নামে তাকে কেউ না চিনলেও সালমান খানকে কে না চেনেন। হ্যাঁ, তিনিই ‘ভারত’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে ভারত নামেই দেখা যাবে তাকে। কিন্তু তার চরিত্র বোঝাই যাচ্ছে না। আর এই সমস্যা তৈরি হয়েছে ছবির টিজার প্রকাশের পর।

আজ (২৫ জানুয়ারি) প্রকাশ পেয়েছে ভারত সিনেমার টিজার। যেখানে বিভিন্ন চরিত্রে দেখা দিয়েছেন সালমান খান। টিজারে দেখা যায় ছোট বেলার ভারতকে। ধারণা করা হচ্ছে দেশভাগের সময়কে দেখানো হয়েছে ছবিতে।

আবার নেভাল অফিসারের চরিত্রে দেখা গেছে সালমানকে। সার্কাসের পোশাকে, মটরসাইকেল নিয়ে আগুন লাগা গোলোকের মধ্যে খেলা দেখিয়েছেন তিনি। আবার, খনির শ্রমিক হিসেবেও দেখা গেঝে তাকে।

সব মিলিয়ে বেশ আকর্ষণ জড়িয়ে আছে ছবিতে। চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাবে ‘ভারত’। ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর।

ছবিতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, জ্যাকি শ্রফ সহ অনেকে। ২০১৪ সালের দক্ষিণ কোরিয়ার ‘ওড টু মাই ফাদার’ ছবিটি থেকেই অনুপ্রানিত হয়ে করে তৈরি হচ্ছে ‘ভারত’।

সারাবাংলা/পিএ

ঈদ ক্যাটরিনা কাইফ সালমান খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর