ফেব্রুয়ারিতে পাল্টাচ্ছে দেশি ছবির বাজার!
২৪ জানুয়ারি ২০১৯ ১৫:৪৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ২২:২০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
জানুয়ারীর ২৫ তারিখে যৌথ প্রযোজনার ‘প্রেম আমার ২’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিলো। সে অনুযায়ি অনেক প্রচারণাও চালিয়েছেন ছবিটি সংশ্লিষ্টরা। অন্তর্জালে প্রকাশ করেছেন ট্রেলার এবং গান। তবে এই ছবির দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানাচ্ছে, পঁচিশ তারিখে মুক্তি পাচ্ছে না ‘প্রেম আমার ২’। তার বদলে ফেব্রুয়ারির আট তারিখে প্রেক্ষাগৃহে যাবে পূজা-অদ্রিত অভিনীত ছবিটি।
এদিকে ‘প্রেম আমার ২’ ছবিটি ৮ তারিখে চলে আসায় পিছিয়ে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মসের সিনেমা ‘ফাগুন হাওয়ায়’। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নিয়ে নির্মিত এই ছবি মুক্তি দেওয়া হবে এক সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি। ছবির পরিচালক তৌকির আহমেদ জানিয়েছেন, একটি নির্ঝঞ্ঝাট সপ্তাহ পেতেই ফাগুন হাওয়াকে এক সপ্তাহ পিছিয়ে নিয়েছেন তিনি। নিজের ছবি নিয়ে অন্যকারও সঙ্গে আপাতত কোন প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন না তৌকির।
আরও পড়ুন : সানিয়া মির্জার বায়োপিকে কে হচ্ছেন পর্দার সানিয়া?
তৌকির প্রতিযোগিতা না চাইলেও তার ছবিটি হয়তো শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখিই হবে। কারণ পনের তারিখেই শাকিব খানের ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরিচালক শামীম আহমেদ রনি জানুয়ারি মাসের শুরুতেই ঘোষণা দিয়ে রেখেছেন ভালবাসা দিবসে প্রেক্ষাগৃহে যাবে ‘শাহেনশাহ’।
তবে মজার ব্যাপার হলো এই তিনটি ছবির একটিও বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির রিলিজ খাতায় এখনো নিবন্ধন করা হয়নি। এমনকি সেন্সর ছাড়পত্রও মিলেনি ছবিগুলোর। তবে দুয়েকদিনের মধ্যেই হয়তো ছাড়পত্র পেয়ে যাবে ফাগুন হাওয়ায়। বাকী দুটো এখনো সেন্সরে জমাই পড়েনি।
এদিকে, বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির রিলিজ বুকের তথ্য মতে তৌকিরের ‘ফাগুন হাওয়ায়’র সঙ্গে ‘শাহেনশাহ’ ছাড়া আরও দুটো ছবি মুক্তি পাবে। যার একটি কাজল কুমারের ‘অবাস্তব ভালোবাসা’, অন্যটি হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’। ‘অবাস্তব ভালবাসা’ ছবিতে উল্লেখযোগ্য কেউ অভিনয় না করলেও ‘রাত্রীর যাত্রী’ বেশ তারকাবহুল। ছবিটির প্রধান চরিত্রে মৌসুমী ছাড়াও আছেন অরুনা বিশ্বাস, আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, মারজুক রাসেল ও নায়লা নাঈম।
তবে তৌকির আশা করছেন এই ছবিগুলো হয়তো শেষ পর্যন্ত ফেব্রুয়ারির পনের তারিখে মুক্তি দেওয়া হবে না।
এই ছবিগুলো ছাড়াও ফেব্রুয়ারিতে আরও ছয়টির মতো সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। মাসটির প্রথম দিনে মুক্তি পাচ্ছে ‘কারণ তোমাকে ভালবাসি’ এবং ‘মুখ ও মুখোশ, রূপ ও রূপক’ শিরোনামের দুটো সিনেমা। দুটো ছবিই পরিচালনা করেছেন গোলাম মোস্তফা শিমুল।
এর পরের সপ্তাহে ৮ তারিখে মুক্তির তালিকায় আছে ‘দাগ হৃদয়ে’। তারেক শিকদারের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, বাপ্পি, আঁচল ও শতাব্দী ওয়াদুদ। তারকাবহুল এই সপ্তাহে ‘আমার প্রেম আমার প্রিয়া’ শিরোনামে আরও একটি ছবি আসার কথা আছে। শামীমুল ইসলাম শামীমের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন আরজু, পরী মনি, আলীরাজ ও মিশা সওদাগর।
ফেব্রুয়ারির শেষ শুক্রবারে আসবে আরও দুটো সিনেমা। সজল আহমেদের ‘তুই আমার রাণী’ ছবিতে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত, সূর্য ও রেবেকা। ২২ তারিখের অন্য ছবিটি ‘অন্ধকার জগৎ’, বদিউল আলম খোকনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন ডি এ তায়েব, মাহিয়া মাহী, আনোয়ারা ও মিশা।
সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসে ১১টির মতো সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে প্রযোজক ও পরিবেশক সমিতির নিয়ম অনুযায়ি কোন সপ্তাহেই দুটোর বেশি সিনেমা মুক্তি দেওয়া যাবে না। সেক্ষেত্রে এ মাসের তিনটি সিনেমা আটকে যাবে প্রেক্ষাগৃহে যাওয়ার আগেই। কোন তিনটি সিনেমা শেষপর্যন্ত বাদ পড়বে সেটি জানতে হলে অবশ্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে সবার।
সারাবাংলা/টিএস/পিএম
আরও পড়ুন :
. চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন: প্রস্তুত প্রার্থী, ভোটার
. টিভি পর্দায় ‘শার্লক হোমস’
. শহরে নতুন সিনেপ্লেক্স
. ছবির চরিত্রটি আমার কাছে গুরুত্বপূর্ণ: অমৃতা চট্টোপাধ্যায়
. প্রথমবার ভাষার গান গাইলেন বাপ্পা মজুমদার
অদ্রিত অন্ধকার জগৎ ইমপ্রেস টেলিফিল্মস জাজ মাল্টিমিডিয়া তৌকির আহমেদ দাগ হৃদয়ে পূজা প্রেম আমার ২ ফাগুন হাওয়ায় বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতি শাকিব খান শামীম আহমেদ রনি শাহেনশাহ