Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্কারে ‘রোমা’ ও ‘দ্য ফেবারিট’র দাপট


২৩ জানুয়ারি ২০১৯ ১৪:৫৫

৯১ তম অস্কার

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

স্প্যানিস ভাষার সিনেমা ‘রোমা’। ড্রামা ঘরানার এই সিনেমা। একই সঙ্গে মনোনয়ন পেয়েছে সেরা ছবি ও বিদেশি ভাষার সেরা ছবির বিভাগে। মেক্সিকো থেকে অংশ নেয়া নেটফ্লিক্সের এই ছবিটি অস্কারে মোট দশটি বিভাগে পেয়েছে মনোনয়ন।

একইভাবে জীবন ঘনিষ্ঠ কমেডি ঘরানার সিনেমা ‘দ্য ফেবারিট’ও পেয়েছে দশটি বিভাগের মনোনয়ন।

সেরা ছবির মনোনয়নে ‘ব্ল্যাক প্যান্থার’ ছবির নাম দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। অস্কার ইতিহাসে এমন ধারার ছবি সেরা ছবির বিভাগে মনোনয়ন পায়নি কখনো। এবারই প্রথম কোনো সুপারাহিরো ঘরানার সিনেমা অস্কারে পেল সেরা ছবির মনোনয়ন। শুধু সেরা ছবির মনোনয়নই নয়, ৯১তম অস্কারের সবচেয়ে বেশি মনোনয়ন দৌড়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্ল্যাক প্যানথার। ছবিটি মনোনয়ন পেয়েছে সাতটি বিভাগে।

দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন পেয়েছে- ৮টি করে- ‘আ স্টার ইজ বর্ন’ এবং ‘ভাইস’। ৬টি বিভাগে মনোনয়ন পেয়ে চতুর্থ ব্ল্যাকক্ল্যান্সম্যান, পাঁচটি করে মনোনয়ন পেয়ে ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’, এবং ‘গ্রিন বুক’ আছে পঞ্চম সর্বোচ্চ অবস্থানে।

জনপ্রিয় সংগীতশিল্পী লেডি গাগা প্রথমবারের মতো মনোনয়নয় পেয়েছেন অস্কারে। তাও আবার সেরা অভিনেত্রীর বিভাগে। অন্যদিকে সেরা অভিনেতার বিভাগে চতুর্থবারের মতো মনোনয়ন পেয়েছেন উইলিয়াম ড্যাফয়।

লস এঞ্জেলেস থেকে ঘোষণা করা হয়েছে ৯১তম অস্কারের মনোনয়ন প্রাপ্তদের নাম। মোট ২৪টি বিভাগে মনোনয়ন পেয়েছেন যারা:

সেরা ছবির বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’, ‘ব্ল্যাক প্যানথার’, ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’, ‘দ্য ফেভারিট’, ‘গ্রিন বুক’, ‘রোমা’, ‘আ স্টার ইজ বর্ণ’ এবং ‘ভাইস’।

বিজ্ঞাপন

কেন্দ্রিয় চরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন ক্রিস্টিয়ান বেল (ভাইস), ব্র্যাডলি কুপার (আ স্টার ইজ বর্ন), উইলিয়াম ড্যাফয় (অ্যাট ইটারনিটিস গেট), রামি মালেক (বোহেমিয়ান র‌্যাপসোডি) এবং ভিগো মরটেনসেন (গ্রিন বুক)।

অ্যালিটজা আপারেসিও (রোমা), গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ), ওলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট), লেডি গাগা (আ স্টার ইজ বর্ন), মেলিসা ম্যাককার্থি (ক্যান ইউ এভার ফরগিভ মি?) পেয়েছেন কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রীর মনোনয়ন।

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন মাহেরশেলা আলী (গ্রিন বুক), অ্যাডাম ড্রাইভার (ব্ল্যাকক্ল্যান্সম্যান), স্যাম এলিয়ট (আ স্টার ইজ বর্ন), রিচার্ড ই গ্র্যান্ড (ক্যান ইউ এভার ফরগিভ মি?), স্যাম রকওয়েল (ভাইস)।

অ্যামি অ্যাডামস (ভাইস), মারিনা ডি টাভিয়ার (রোমা), রেজিনা কিং (ইফ বিল স্ট্রিট কুড টক), ইমা স্টোন ও রিচেল ওয়েইস (দ্য ফেবারিট) পেয়েছেন পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর মনোনয়ন।

‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ছবির জন্য ‘স্পাইক লি’, ‘কোল্ড ওয়ার’ ছবির জন্য ‘পাওয়েল পাভেলিকস্কি’, ‘রোমা’ ছবির জন্য ‘আলফনসো কুয়ারন’ এবং ‘দ্য ফেবারিট’ ছবির জন্য ‘ইয়রগোস লানথিমোস’ এবং ‘ভাইস’ ছবির জন্য ‘অ্যাডাম ম্যাকেয়’ মনোনয়ন পেয়েছেন পরিচালক হিসেবে।

বেস্ট অ্যাডাপটেড স্ক্রিনপ্লে: দ্য বালাড অব বাস্টার স্ক্রাগস, ব্ল্যাকক্ল্যান্সম্যান, ক্যান ইউ এভার ফরগিভ মি?, ইফ বিল স্ট্রিট কুড টক, আ স্টার ইজ বর্ন।

বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে: দ্য ফেভারিট, ফার্স্ট রিফর্ম, গ্রিন বুক, রোমা, ভাইস।

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রে মনোনয়ন পেয়েছে জার্মানির ‘নেভার লুক অ্যাওয়ে’, জাপানের ‘শপলিফটার্স’, লেবাননের ‘ক্যাপারনিয়াম’ মেক্সিকোর ‘রোমা’, পোল্যান্ডের ‘কোল্ড ওয়ার’।

বিজ্ঞাপন

বেস্ট অরিজিনাল সং: অল দ্য স্টারস- ব্ল্যাক প্যান্থার, আই উইল ফাইট- আরজিবি, দ্য প্লেস হয়্যার লস্ট থিংস গো- ম্যারি পপিন্স রিটার্ন, শ্যালো- আ স্টার ইজ বর্ন, হোয়েন আ কাউবয় ট্রেডস হিজ স্পার্স ফর উইংস- দ্য বালাড অব বাস্টার স্ক্রাগস।

বেস্ট অরিজিলান স্কোর: ব্ল্যাকক্ল্যান্সম্যান (টেরেন্স ব্ল্যাঙ্কার্ড), ব্ল্যাক প্যান্থার (লুডউইগ গোরানসন), ইফ বিয়েল স্ট্রিট কুড টক (নিকোলাস ব্রাইটেল), আইয়েল অব ডগস (আলেক্সান্ড্রা দেসপ্লাঁ), মেরি পপিনস রিটার্নস (মার্ক শাইম্যান, স্কট উইটম্যান)।

বেস্ট অ্যানিমেটেড ফিচার: ইনক্রেডিবলস টু, আয়েল অব ডগস, মিরাই, রালফ ব্রেকস দ্য ইন্টারনেট, স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স।

বেস্ট ডকুমেন্টরি ফিচার: ফ্রি সলো, হ্যাল কাউন্টি দিস মর্নিং দিস ইভেনিং, মাইন্ডিং দ্য গ্যাপ, অব ফাদারস অ্যান্ড সানস, আরবিজি।

বেস্ট সিনেমাটোগ্রাফি: কোল্ড ওয়ার, দ্য ফেভারিট, নেভার লুক অ্যাওয়ে, রোমা, অ্যা স্টার ইজ বর্ন।

বেস্ট কস্টিউম ডিজাইন: দ্য বালাড অব বাস্টার স্ক্রাগস (মেরি জফরেস), ব্ল্যাক প্যান্থার (রুথ ই. কার্টার), দ্য ফেভারিট (স্যান্ডি পাওয়েল), ম্যারি পপিনস রিটার্নস (স্যান্ডি পাওয়েল), ম্যারি কুইন অব স্কটস (আলেকজান্ড্রা বার্ন)।

বেস্ট মেক-আপ অ্যান্ড হেয়ারস্টাইল: বর্ডার, ম্যারি কুইন অব স্কটস, ভাইস।

বেস্ট প্রোডাকশন ডিজাইন: ব্ল্যাক প্যান্থার, দ্য ফেভারিট, ফার্স্ট ম্যান, ম্যারি পপিনস রিটার্নস, রোমা।

বেস্ট ভিজুয়্যাল এফেক্টস: অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার, ক্রিস্টোফার রবিন, ফার্স্ট ম্যান, রেডি প্লেয়ার ওয়ান, সলো: আ স্টার ওয়ারস স্টোরি।

বেস্ট ফিল্ম এডিটিং: ব্ল্যাকক্ল্যান্সম্যান, বোহেমিয়ান র‌্যাপসোডি, দ্য ফেভারিট, গ্রিন বুক, ভাইস।

বেস্ট সাউন্ড এডিটিং: ব্ল্যাক প্যান্থার, বোহেমিয়ান র‌্যাপসোডি, ফার্স্ট ম্যান, আ কোয়াইট প্লেস, রোমা।

বেস্ট সাউন্ড মিক্সিং: ব্ল্যাক প্যান্থার, বোহেমিয়ান র‌্যাপসোডি, ফার্স্ট ম্যান, রোমা, আ স্টার ইজ বর্ন।

বেস্ট অ্যানিমেটেড শর্ট: অ্যানিমেল বিহেবিয়ার, বাও, লেট আফটারনুন, ওয়ান স্মল স্টেপ, উইকেন্ডস।

বেস্ট লাইভ অ্যাকশন শর্ট: ডিটেইনমেন্ট, ফভ, মার্গেরিট, মাদার, স্কিন।

বেস্ট ডকুমেন্টরি শর্ট: ব্ল্যাক শিপ, অ্যান্ড গেম, লাইফবোট, আ নাইট অ্যাট দ্য গার্ডেন, পিরিয়ড. অ্যান্ড অব সেনটেন্স।

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘অস্কার’। আয়োজনটির ৯১তম আসর বসতে যাচ্ছে ২৪ ফেব্রুয়ারি।

সারাবাংলা/পিএ

৯১তম অস্কার অস্কার ব্ল্যাক প্যান্থার মনোনয়ন রোমা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর