Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক সপ্তাহ পিছিয়ে গেল ‘ফাগুন হাওয়ায়’


২২ জানুয়ারি ২০১৯ ১৮:৪৫

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

কথা ছিলো ফেব্রুয়ারির ৮ তারিখে মুক্তি পাবে ভাষা আন্দোলন নিয়ে সিনেমা ‘ফাগুন হাওয়ায়’। কিন্তু কিছু জটিলতায় একসপ্তাহ পিছিয়ে গিয়েছে ছবিটির মুক্তি। সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা তৌকীর আহমেদ।

‘কেন পিছিয়ে গেল ফাগুন হাওয়ায়?’ এমন প্রশ্নের জবাবে তৌকীর বলেন, ‘আমরা যেদিন ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম সেদিন আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তির কথা শুনছি। আমরা কোনো প্রতিযোগিতায় যেতে চাচ্ছি না। একটা নির্ঝঞ্ঝাট সপ্তাহে দর্শকরা সবাই মিলে ছবিটি দেখবে এটাই আমাদের চাওয়া। এজন্যই একসপ্তাহ পিছিয়ে ছবিটি মুক্তি দিচ্ছি।’

তৌকির জানিয়েছেন, ফাগুন হাওয়ায় সেন্সরে জমা পড়েছে। ছাড়পত্র মিললে শুরু হবে হল বুকিং।

‘ফাগুন হাওয়ায়’ ভাষা আন্দোলনের ছবি। ছোট্ট মফস্বলে টিকে থাকা কিছু সংস্কৃতিকর্মী, উর্দুভাষী এক পুলিশ অফিসারকে নিয়ে ১৯৫২ সালের আগুন জ্বলা ফাগুন মাসকে তুলে আনা হবে এই ছবিতে। ফাগুন হাওয়ায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন অভিনেত্রী তিশা ও সিয়াম। বলিউডি অভিনেতা যশপাল শর্মা অভিনয় করছেন ছবিটির পুলিশ অফিসারের চরিত্রে।

‘ফাগুন হাওয়ায়’ প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবিটিতে সিয়ামের চরিত্রের নাম নাসির আর দীপ্তি চরিত্রে অভিনয় করেছেন তিশা। ছবিটির পরিবেশক অভি কথাচিত্র। ‘ফাগুন হাওয়ায়’ নির্মিত হয়েছে বিজ্ঞাপন নির্মাতা টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায়।

সিয়াম-তিশা-যশপাল ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রওনক হাসান, আজাদ সেতু, আবদুর রহিম, হাসান আহমেদসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিএ

তিশা তৌকীর আহমেদ ফাগুন হাওয়ায় ভাষা আন্দোলন সিয়াম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর