Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯১তম অস্কারের সম্ভাব্য মনোনয়ন


২০ জানুয়ারি ২০১৯ ১৭:৫৮ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ১৯:০৪

অস্কার

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘অস্কার’। আয়োজনটির ৯১তম আসর বসতে যাচ্ছে ২৪ ফেব্রুয়ারি। আর ২২ জানুয়ারি প্রকাশ করা হবে এর মনোনয়নপ্রাপ্তদের নাম। তার আগে চলছে জল্পনা-কল্পনা। ২৪টি বিভাগে কারা পেতে পারেন মনোনয়ন? তারই একটা সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে বিখ্যাত ম্যাগাজিন ভ্যারাইটি।

সম্ভাব্য তালিকা অনুযায়ী সেরা ছবির মনোনয়ন পেতে পারে ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’, ‘ব্ল্যাক প্যানথার’, ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’, ‘দ্য ফেভারিট’, ‘গ্রিন বুক’, ‘রোমা’, ‘আ স্টার ইজ বর্ণ’ এবং ‘ভাইস’।

‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ছবির জন্য ‘স্পাইক লি’, ‘কোল্ড ওয়ার’ ছবির জন্য ‘পাওয়েল পাভেলিকস্কি’, ‘রোমা’ ছবির জন্য ‘আলফনসো কুয়ারন’ এবং ‘আ স্টার ইজ বর্ন’ ছবির জন্য ‘ব্র্যাডলি কুপার’ এবং ‘ভাইস’ ছবির জন্য ‘অ্যাডাম ম্যাকেয়’ পরিচালকদের সম্ভাব্য মনোনিতদের তালিকায় চলে এসেছেন। এদের মধ্যে অ্যাডাম ম্যাকেয় ছাড়া বাকি চারজনই পেয়েছেন চূড়ান্ত বাফটা মনোনয়ন।


আরও পড়ুন :  সেন্সর আপিলে যাচ্ছে ‘শনিবার বিকেল’


কেন্দ্রিয় চরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন পেতে পারেন ক্রিস্টিয়ান বেল (ভাইস), ব্র্যাডলি কুপার (আ স্টার ইজ বর্ন), উইলিয়াম ড্যাফয় (অ্যাট ইটারনিটিস গেট), রামি মালেক (বোহেমিয়ান র‌্যাপসোডি) এবং ভিগো মরটেনসেন (গ্রিন বুক)।

অ্যালিটজা আপারেসিও (রোমা), গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ), ওলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট), লেডি গাগা (আ স্টার ইজ বর্ন), মেলিসা ম্যাককার্থি (ক্যান ইউ এভার ফরগিভ মি?) পেতে পারেন কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রীর মনোনয়ন।

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রে মনোনয়ন যেতে পারে জার্মানির ‘নেভার লুক অ্যাওয়ে’, জাপানের ‘শপলিফটার্স’, লেবাননের ‘ক্যাপারনিয়াম’ মেক্সিকোর ‘রোমা’, পোল্যান্ডের ‘কোল্ড ওয়ার’ ছবির ঘরে।

বিজ্ঞাপন

মূলত এই বিভাগগুলোর দিকেই বেশি আকর্ষণ থাকবে সবার। বাকি ১৯টি বিভাগেও প্রকাশ করা হয়েছে সম্ভাব্য মনোনয়নপ্রাপ্তদের নাম। বিভাগগুলো হলো সহ-অভিনেতা, সহ-অভিনেত্রী, অ্যাডাপটেড স্ক্রিন-প্লে, অরিজিনাল স্ক্রিন-প্লে, সিনেমাটোগ্রাফি, কসটিউম ডিজাইন, ফিল্ম এডিটিং, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, সংগীত- অরিজিনাল স্কোর, সংগীত- অরিজিনাল সং, প্রোডাকশন ডিজাইন, সাউন্ড এডিটিং, সাউন্ড মিক্সিং, ভিজ্যুয়াল এফেক্টস, অ্যানিমেটেড ফিচার ফিল্ম, ডকুমেন্টরি (ফিচার), ডকুমেন্টরি (শর্ট সাবজেক্ট), শর্ট ফিল্ম (অ্যানিমেটেড) এবং শর্ট ফিল্ম (লাইভ অ্যাকশন)।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :

.   করনি সেনাকে কঙ্গনার হুঙ্কার

.   বাপ্পির পর আওয়াজ তুললেন অমৃতাও

.   ‘পাড়াতে মাঝরাতে’ পূজা-অদ্রিতের নাচ


৯১তম অস্কার মনোনয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর