সেন্সর আপিলে যাচ্ছে ‘শনিবার বিকেল’
২০ জানুয়ারি ২০১৯ ১৭:২৪ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ১৮:০০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
সবকিছু ঠিকই চলছিল। প্রথম প্রদর্শনীর পর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের কর্তাদের প্রশংসাও পেয়েছিল ‘শনিবার বিকেল’ ছবিটি। এরপরই উল্টে যায় পাশার দান। দু’দিন আগে প্রশংসা পাওয়া এই সিনেমা আটকে যায় সেন্সরের জালে। বলা হয়, এই ছবির বিষয়বস্তু বাংলাদেশের ভাবমূর্তিকে অনুজ্জ্বল করবে।
‘শনিবার বিকেল’ আটকে যাওয়ার চিঠি এসে পৌঁছেছে ছবিটির প্রযোজক আব্দুল আজিজের হাতে। সারাবাংলার এই প্রতিবেদককে তিনি জানিয়েছেন, সেন্সরবোর্ডের এই সিদ্ধান্তের বিপরীতে আপিল করবে তার প্রতিষ্ঠান।
আরও পড়ুন : করনি সেনাকে কঙ্গনার হুঙ্কার
আব্দুল আজিজ বলেন, ‘সেন্সর বোর্ডের চিঠিটি আমি এখনো পড়িনি। চিঠি পড়ে আমার আইনজীবীর সঙ্গে কথা বলব। এরপর আমরা আপীল করব। আশা করছি সেন্সরবোর্ড তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে। কারণ ছবিটি ভালো, তারা নিজেরাও ছবিটি দেখে আমাদের কাছে প্রশংসা করেছেন। এখন হঠাৎ কেন সিদ্ধান্ত বদলে গেল সেটি আমরা ঠিক বলতে পারব না।’
আব্দুল আজিজ আশা করছেন যথা সময়েই ‘শনিবার বিকেল’ দেখতে পাবে দর্শক। একই আশা করছেন ‘শনিবার বিকেল’ সিনেমার পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীও। তিনি বলেছেন, ‘আটকে দেওয়ার সিদ্ধান্তটি সামগ্রিক ভাবে বাংলা চলচ্চিত্রের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না।’
এদিকে ‘শনিবার বিকেল’ আটকে যাওয়ার খবরে বেশ হতাশা প্রকাশ করেছেন ছবিটির অভিনেতা জাহিদ হাসান। সারাবাংলাকে তিনি বলেছেন, কোথাও হয়তো ভুল হচ্ছে। সিনেমা আটকে দেওয়াটা ঠিক না। আমার মনে হয় শেষ পর্যন্ত ছবিটি দেখতে পাবে দর্শক। এখন হয়তো কোথাও একটু আটকে আছে। সেই জটটা দ্রুত কেটে যাবে বলেই আমার বিশ্বাস।’
জানা যায়, হলি আর্টিজান রেস্তোরাঁয় ঘটে যাওয়া মর্মান্তিক সন্ত্রাসবাদের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে শনিবার বিকেল। তবে বিষয়টি গণমাধ্যমের কাছে এখনো পর্যন্ত স্বীকার করেননি পরিচালক ফারুকী।
বাংলাদেশ-ভারত-জার্মান এই তিনদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। বাংলা ছাড়াও ইংরেজি ভাষাতেও দেখানো হবে ছবিটি। ‘শনিবার বিকেল’ ছবিতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন তিশা, পরমব্রত এবং অস্কারে মনোনয়ন পাওয়া ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।
সারাবাংলা/টিএস/পিএ
আরও পড়ুন :
. বাপ্পির পর আওয়াজ তুললেন অমৃতাও
. ‘পাড়াতে মাঝরাতে’ পূজা-অদ্রিতের নাচ
আব্দুল আজিজ জাজ মাল্টিমিডিয়া জাহিদ হাসান তিশা মোস্তফা সরয়ার ফারুকী শনিবার বিকেল