Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডিটেকটিভ লাভলু মিয়া’র সঙ্গে কল্যাণ ও ঈশানা


১৯ জানুয়ারি ২০১৯ ১৫:৪৩ | আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ১৫:৪৯

।। এন্টারটেইনমেন্ট করেসডপন্ডেন্ট ।।

একের পর এক খুন। লাশের পাশে খুনি রেখে যাচ্ছে ক্লু। পুলিশ তবু কুল-কিনারা করতে পারছে না। এগিয়ে আসেন ডিটেকটিভ লাভলু মিয়া। এ অবস্থায় খুনি নিজেই ফোন করে গোয়েন্দাকে- এমন এক গল্প নিয়ে তৈরি হয়েছে আলোচিত মৌলিক গোয়েন্দা ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ লাভলু মিয়া’র নতুন গল্প ‘সিরিয়াল কিলার’। মোট তিন পর্বে শেষ হবে গল্পটি।

সাকিব রায়হান পরিচালিত ও বাংলাঢোল প্রযোজিত ওয়েব সিরিজটিতে বরাবরের মতোই নাম ভূমিকায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম। রহস্য উন্মোচনে এবার ডিবি পুলিশের চরিত্রে তার সঙ্গে যুক্ত হয়েছেন কল্যাণ কোরাইয়া ও ঈশানা খান।


আরও পড়ুন :  প্রথমবার একসঙ্গে জন আব্রাহাম-ইলিয়ানা ডি’ক্রুজ


এই গোয়েন্দা সিরিজে অভিনয় প্রসঙ্গে কল্যাণ বলেন, ‘এর আগেও আমি ক্রাইম থ্রিলারে কাজ করেছি। তবে এটি একটু অন্যরকম এই কারণে যে, হত্যার পর খুনি ক্লু দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। উপস্থাপনাতে রয়েছে নতুনত্ব। চিত্রনাট্যও বেশ মজাদার। সহশিল্পী হিসেবে পাভেল ভাই (আজাদ আবুল কালাম) ও ঈশানা অনেক সহযোগিতা করেছেন। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’

নির্মাতা সাকিব রায়হান জানান, রবিস্ক্রিন ও এয়ারটেলস্ক্রিনে ১৭ জানুয়ারি উন্মুক্ত করা হয়েছে ‘সিরিয়াল কিলার’-এর প্রথম পর্ব। এতে আরও অভিনয় করেছেন শাহরিয়ার সজিব, নাজমুল ইসলাম জন, রিফাত জাহান, শামিম আহমেদসহ অনেকে। অচিরেই অন্য দুটি পর্ব উন্মুক্ত করা হবে।

সারাবাংলা/আরএসও/

ট্রেলার দেখুন: 


আরও পড়ুন :

.   ‘কফি উইথ করণ’-এর ভবিষ্যত কি?

.   পক্ষাঘাতগ্রস্থদের পাশে অভিনেত্রী নওশাবা

.   রক্তে যার অভিনয় তার হাঁপিয়ে ওঠার কথা নয়- জন্মদিনে সৌমিত্র

.   বাপ্পির উপলব্ধি, আব্দুল আজিজের ক্ষমা

.   পর্দা নামলো ডিআইএফএফ’র, পুরস্কার উঠলো সেরাদের হাতে

.   কালজয়ী ‘অপু’ চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ


বিজ্ঞাপন

আজাদ আবুল কালাম ঈশানা কল্যাণ কোরাইয়া ডিটেকটিভ লাভলু মিয়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর