প্রথমবার একসঙ্গে জন আব্রাহাম-ইলিয়ানা ডি’ক্রুজ
১৯ জানুয়ারি ২০১৯ ১৫:২৩ | আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ১৫:২৭
।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধছেন জন আব্রাহাম ও ইলিয়ানা ডি’ক্রুজ। আনিস বাজমি পরিচালিত ‘পাগলপান্তি’ ছবিতে অভিনয় করবেন তারা। বিশেষ সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
আরও পড়ুন : ‘কফি উইথ করণ’-এর ভবিষ্যত কি?
অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দার মতো অভিনয়শিল্পীকেও দেখা যাবে এই ছবিতে। ‘পাগলপান্তি’ হবে কমেডি ঘরানার। ফেব্রুয়ারিতে ছবির দৃশ্যধারনের কাজ শুরু হবে। আর মুক্তি দেয়া হবে ডিসেম্বর মাসে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়া হয়নি।
এর আগে ২০১৫ সালে আনিস বাজমির পরিচালনায় জন আব্রাহাম আর অনিল কাপুর অভিনয় করেছিলেন ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে।
এদিকে এ বছর জন আব্রাহামের দুটি ছবি মুক্তি পাবে। একটি ‘রোমিও আকবার অল্টার’ এবং ‘বাটলা হাউজ’। সিনেমা দুটি মুক্তি পাবে যথাক্রমে ১২ এপ্রিল এবং ১৫ আগস্ট।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. পক্ষাঘাতগ্রস্থদের পাশে অভিনেত্রী নওশাবা
. রক্তে যার অভিনয় তার হাঁপিয়ে ওঠার কথা নয়- জন্মদিনে সৌমিত্র
. বাপ্পির উপলব্ধি, আব্দুল আজিজের ক্ষমা
. পর্দা নামলো ডিআইএফএফ’র, পুরস্কার উঠলো সেরাদের হাতে
. কালজয়ী ‘অপু’ চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ