Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাপ্পির উপলব্ধি, আব্দুল আজিজের ক্ষমা


১৯ জানুয়ারি ২০১৯ ১২:০৭ | আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ১৩:৪৮

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের হাত ধরে বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন বাপ্পি চৌধুরী। ২০১২ সাল থেকে বলতে গেলে একটানা জাজের প্রযোজনায় ১০টির মতো সিনেমায় দেখা যায় তাকে। এরপর হঠাৎ করেই বদলে যায় দৃশ্যপট। যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে টানাপোড়েনের সময়টায় বাপ্পি গিয়ে দাঁড়ান আব্দুল আজিজের বিরুদ্ধপক্ষে। যৌথ প্রযোজনা এবং সিনেমায় জাজের ‘প্রভাব’ বন্ধ করতে বেশ শোরগোলও করেন তিনি।

বিজ্ঞাপন

সেই বাপ্পি এখন বলছেন উল্টো কথা। বলছেন, যৌথ প্রযোজনার সিনেমা বন্ধের পক্ষে অবস্থান নেওয়াটা তার ভুল ছিল। শনিবার প্রথম প্রহরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে জাজের কর্ণধার আব্দুল আজিজের কাছে নিজের আগের অবস্থানের জন্য দুঃখপ্রকাশও করেছেন বাপ্পি।


আরও পড়ুন :  পর্দা নামলো ডিআইএফএফ’র, পুরস্কার উঠলো সেরাদের হাতে


বাপ্পি লিখেছেন, ‘দেশের সিনেমার উন্নয়ন হবে একথা ভেবে যোগ দিয়েছিলাম আন্দোলনে। যৌথ প্রযোজনার বিপক্ষে দাঁড়িয়েছিলাম। এর জন্য যে প্রতিষ্ঠানের হাত ধরে আমি আজ বাপ্পি চৌধুরী, যে মানুষটির জন্য আমি আজ নায়ক, সেই আজিজ ভাইয়ের সঙ্গে ঝগড়াও করেছি। যে মানুষটা চলচ্চিত্রে আমার সবচেয়ে কাছের ছিল তার থেকে দূরে সরে এলাম। কিন্তু এটা করে কি পেলাম? সিনেমার অবস্থা কি উন্নত হয়েছে? সিনেমার নির্মাণ কি বেড়েছে?’

এই লেখায় আমদানি করা বিদেশি ছবি দিয়ে বছর শুরু হওয়ায় বাপ্পি বেশ হতাশাও প্রকাশ করেছেন।

বাপ্পির এই উপলব্ধি অবশ্য আব্দুল আজিজকে বেশ আপ্লুত করেছে। সারাবাংলাকে তিনি বলেছেন, ‘বাপ্পির প্রতি কোন দুঃখ নেই আমার। রাগও নেই। ও ক্ষমা চেয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি। আমি মনে করি ক্ষমা হচ্ছে সর্বোত্তম আচরণ। আর সে তো বুঝতে পেরেছে তার হাতে কোন কাজ নেই এখন। বেকারদের সঙ্গে মিশে সে নিজেও বেকার হয়ে গেছে।’

বিজ্ঞাপন

শুধু বাপ্পি চৌধুরী নয়, যৌথ প্রযোজনা তথা জাজের বিরুদ্ধে আন্দোলন করা অনেকেই এখন ক্ষমা চাচ্ছেন আব্দুল আজিজের কাছে। চাইছেন কাজও। আজিজ বলেন, ‘বাপ্পি স্ট্যাটাস দিয়েছে বলে আপনার দেখেছেন। অনেকেই আছেন যারা ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছেন আমার কাছে। বলছেন, ভুল করেছি।’

উল্লেখ্য, ২০১৭ সালের রোজার ঈদের সময় ‘নবাব’ ও ‘বস ২’ ছবি দুটির প্রদর্শন বন্ধের জন্য আন্দোলন শুরু হয়। যৌথ প্রযোজনার নামে ছবিতে ‘প্রতারণা’ বন্ধের দাবিতে চলচ্চিত্র পরিবারের ব্যানারে সেসময় বিক্ষোভ প্রকাশ করেন শিল্পী ও কলাকুশলীরা। পরে সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন চলচ্চিত্রের আরও এক ডজন সংগঠন।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত শিল্পীদের মধ্যে তখন ছিলেন নায়ক ফারুক, রিয়াজ, বাপ্পি, সাইমন, ইমন, জায়েদ খান, খল অভিনেতা মিশা সওদাগর, নায়িকা অঞ্জনা, পপি, পরীমনি, মৌমিতা মৌ, নিঝুম রুবিনাসহ আরও অনেকে। পরিচালকদের মধ্যে অংশ নেন মুশফিকুর রহমান গুলজার, মালেক আফসারি, বদিউল আলম খোকনসহ অনেকে।

সারাবাংলা/টিএস/আরএসও/পিএম


আরও পড়ুন :  কালজয়ী ‘অপু’ চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ


ভিজ্যুয়াল স্টোরি : কল্পনীয় কক্সবাজার

https://www.youtube.com/watch?v=wvingOb0uu8

আব্দুল আজিজ ইমন জাজ মাল্টিমিডিয়া জায়েদ খান ফারুক বাপ্পি বাপ্পি চৌধুরী মিশা সওদাগর রিয়াজ সাইমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর